• NEWS PORTAL

  • বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সংগীত শিল্পী ফাহমিদা নবীর দুটি ফেসবুক পেইজ হ্যাকড

প্রকাশিত: ১২:০৪, ৩ অক্টোবর ২০২৩

ফন্ট সাইজ
সংগীত শিল্পী ফাহমিদা নবীর দুটি ফেসবুক পেইজ হ্যাকড

ছবি: ফেসবুক থেকে নেওয়া

সংগীত শিল্পী ফাহমিদা নবীর দুটি ফেসবুক আইডি হ্যাকড। তিনি নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেইজে এই তথ্য জানিয়েছেন। পেইজ দুটির নাম: “Fahmida Nabi” এবং “FahmidaNabi’s diary” । 

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “ আমি খুবই বিপদে পড়েছি। আমার দুটো পেইজ কে বা কারা আমাকেই ব্লক করে দিয়েছে। আমি নিজেই ঢুকতে পারছিনা।

পেইজ হ্যাক হয়েছে ।এই মুহূর্তে এই পেইজ দুটো থেকে আমি হয়ে যদি কেও কোন কমেন্ট বা উত্তর দেয়,বুঝে নেবেন সে আমার এই সর্বনাশ করেছে এবং দয়া করে রিপোর্ট করবেন। উদ্ধারের উপায় খুঁজছি ,,

বিভি/ এসআই

মন্তব্য করুন: