সাইবার হামলার শঙ্কা, বন্ধ ডিএসই-সিএসই ওয়েব সাইট
সাইবার হামলার শঙ্কা, বন্ধ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট। জানা গেছে, শুক্রবার (২৬ জুলাই) ভোর থেকে ওয়েবসাইটটি বন্ধ থাকায় ডিএসইর ওয়েবসাইটে প্রবেশ করা সম্ভব হচ্ছে না।
ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাত্বিক আহমেদ শাহ বাংলাভিশনকে জানিয়েছেন, সাইবার হামলার ঝুঁকি থাকায় সাইটটি বন্ধ রাখা হয়েছে। সাইবার থ্রেট আসছে। বৃহস্পতিবার দিনগত রাত ২টার সময় আমরা জানতে পেরেছি, শুক্রবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত কাজ করে আমরা বন্ধ রেখেছি। বলা আছে শুক্রবার, শনিবার থ্রেট।
আগামীকাল কি লেনদেন হবে? এমন প্রশ্ন করলে তিনি বলেন, আমরা নিউজের দিকে তাকিয়ে আছি। মানে সরকারের ডিসিশনের দিকে তাকিয়ে আছি। আমার সঙ্গে রিলেটেড ব্যাংক সবাই তাকিয়ে আছে।
তিনি আরও বলেন, আমি যতটুকু জানি আসলে একটা ওয়েবসাইট হ্যাক হয়েছিল। এখন আমাদের যেটা বলা হয়েছে, সেটা করেছি। আবার আমরা ওয়েবসাইট খুলে দেবো। যদি অন্য ধরনের কিছু না হয়, তাহলে ইনশাআল্লাহ আগামীকাল লেনদেন হবে। লেনদেন হলে তার আগেই ওয়েবসাইট খুলে দেওয়া হবে।
সাত্বিক আহমেদ বলেন, শুধু ডিএসই নয়, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাইট ও বন্ধ। একই নির্দেশনা তাদেরকেও দেওয়া হয়েছে।
গতকাল সরকারের সাইবার ইস্যু দেখভালকারী প্রতিষ্ঠান বিজিডি ই-গভ সার্ট্ সাইবার নিরাপত্তা এডভাইসরি প্রকাশ করেছে। সার্ট বলছে, বাংলাদেশের একাধিক ওয়েব এপ্লিকেশন এবং ডেটাবেজসমূহে সাইবার আক্রমণের অস্বাভাবিক ক্রমবর্ধমান হার লক্ষ্য করা গেছে।
হ্যাকারগ্রুপসমূহের কার্যক্রম পর্যালোচনা দেখা গেছে এদের মূল লক্ষ্যবস্তু সরকারী ওয়েব এপ্লিকেশনগুলোর ক্ষতিসাধন, গুরুত্বপূর্ণ তথ্য চুরি এবং সেবা বিঘ্নিত করার অপচেষ্টা। এমতাবস্থায় সরকারের সকল গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (CII), ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সাইবার নিরাপত্তা নিশ্চিত করা আবশ্যক।
এ লক্ষ্যে সার্ট সকল সংস্থাকে সাইবার নিরাপত্তা ব্যবস্থাপনা জোরদার করা, প্রয়োজনীয় প্যাচ আপডেট করা, সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে সতর্ক থাকা এবং স্বার্বিকভাবে আইটি পরিচালনায় নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
বিভি/ এসআই
মন্তব্য করুন: