• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

২০২৪ সালে গুগলে কোন শব্দ বেশি সার্চ করা হয়েছে

প্রকাশিত: ১৩:০৩, ১৩ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
২০২৪ সালে গুগলে কোন শব্দ বেশি সার্চ করা হয়েছে

কোনো কিছু খুঁজতে হলে প্রথমেই আমরা গুগলের সরণাপন্ন হই। কারন সম্ভবত এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর গুগলে নেই। মহাকাশ থেকে মাটির নিচ পর্যন্ত সব জায়গার সব ধরনের ডিপ অ্যানালাইসিসও মেলে গুগল মামার  কল্যানে।

প্রতিদিন হাজার হাজার কিওয়ার্ড সার্চ করা হয় গুগলে। গ্রাহক মাত্রই কত ক্যাটাগরীর কত ধাঁচের যে প্রশ্ন করা হয় গুগলে তার কোনো ইয়ত্তা নেই।গুলের এসব সার্চের উপর অনেক প্রতিষ্ঠান কিছু পরিসংখ্যান প্রকাশ করে থাকে। সম্প্রতি ২০২৪ সালে গুগলের সার্চের একটি তালিকা প্রকাশ করেছে ডিমান্ডসেইজ। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে গুগলে সবচেয়ে বেশি খোঁজ করা শব্দ ‘ইউটিউব’, যার সার্চ সংখ্যা প্রায় ৫৮ কোটি। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে হোয়াটসঅ্যাপ ওয়েব। এছাড়া গুগলে সবচেয় বেশি জিজ্ঞাসিত প্রশ্ন হলো, ‘What is my IP?’ বা আমার আইপি কী, যা বছরজুড়ে ২৮ লাখবার সার্চ হয়েছে।

দ্বিতীয় সবচেয়ে বেশি সার্চ হওয়া প্রশ্ন হলো, ‘What to watch?’ বা ‘কী দেখব’। অন্যকিছু জনপ্রিয় প্রশ্নের মধ্যে রয়েছে, ‘কোন ডাইনোসরের ৫০০টি দাঁত ছিল?’ ও ‘আমার ট্রেন কোথায়?’ খবর ডিমান্ডসেইজ

বিভি/ এসআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2