আসছে নতুন সিরিজের সাশ্রয়ী মূল্যের আইফোন

আইফোন ১৭ই সিরিজের নতুন মডেল বাজারে আনতে কাজ করছে অ্যাপল। ধারণা করা হচ্ছে ২০২৬ সালের বসন্ত মৌসুমে এটি বাজারে আসবে।
এর আগে দীর্ঘ পাঁচ বছর পর স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল চলতি বছরের মার্চে বাজারে ১৬ই সিরিজের আইফোন লঞ্চ করে। ফোনটি তুলনামূলকভাবে সাশ্রয়ী ছিল। ব্যাপক জনপ্রিয়তা এবং চাহিদার কারণে ই সিরিজের এই ফোনটি এখন বাৎসরিকভাবে লঞ্চ করার পর্যায়ে পৌঁছে গেছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
নতুন মডেলের আইফোন নিয়ে একাধিক তথ্য এরইমধ্যে ছড়িয়েছে। টিপস্টার জানিয়েছে, নতুন মডেলের আইফোনে থাকবে নতুন ফিচারসহ আরও একাধিক সুবিধা। এ ছাড়া ফোনটি হবে সাশ্রয়ী মূল্যের। বিশেষ করে আইফোন ১৬ই সিরিজ তার নামের কারণে ব্যাপক জনপ্রিয়তা পায়।
ধারণা করা হচ্ছে, ২০২৬ সালের মাঝামাঝি সময়ে এটি বাজারে আসতে পারে। তবে এর দাম নিয়ে কিছুটা গুঞ্জন রয়েছে। নতুন এই মডেলের ফোনটিতে এ১৯ চিপ থাকবে। এই চিপ আগামী বছরের সেপ্টেম্বরে বাজারে আসতে যাওয়া আইফোন ১৭ এবং ১৭ এয়ার মডেলেও যুক্ত থাকবে। সক্ষমতার দিক দিয়ে এই চিপটি আইফোন ১৬ই মডেলের তুলনায় অনেক এগিয়ে।
নতুন মডেলের আইফোনের ডিজাইন নিয়ে বিশ্লেষক মার্ক গারম্যান বলেন, আইফোন ১৭ই এর ডিজাইন ১৬ই এর মতোই হবে। ফোনটিতে যুক্ত থাকবে ৪৮ মেগা ফিক্সেলের রিয়ার ক্যামেরা, একটি ডিসপ্লে নচ এবং ফেস আইডি ফিচার।
বিভি/টিটি
মন্তব্য করুন: