যে কারনে এক কোটি অ্যাকাউন্ট মুছে ফেললো মেটা

সম্প্রতি ফেসবুক মালিকনাধীন মেটা প্রায় ১ কোটি অ্যাকাউন্ট মুছে ফেলেছে। মেটা জানিয়েছে, স্প্যাম ও ভুয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই এই পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি। আগামী দিনে আরও অ্যাকাউন্ট ডিলিট করা হবে বলেও ঘোষণা দিয়েছে তারা।
এক বিবৃতিতে বলেছে, তারা প্রথম ধাপে প্রায় ৫ লাখ অ্যাকাউন্টকে শনাক্ত করে ব্যবস্থা নিয়েছে, যেগুলো স্প্যাম ছড়ানো, ভুয়া এনগেজমেন্ট বা প্রতারণামূলক আচরণের সঙ্গে যুক্ত ছিল। এসব অ্যাকাউন্টের ক্ষেত্রে ফেসবুক কমেন্ট হ্রাস, কনটেন্টের বিস্তার সীমিত করা এবং মনেটাইজেশন বন্ধ করার মতো কড়া পদক্ষেপ গ্রহণ করেছে মেটা।
এছাড়াও, প্রতিষ্ঠানটি জানায়, প্রায় ১ কোটি ফেসবুক প্রোফাইল মুছে ফেলা হয়েছে যারা বিভিন্ন বিখ্যাত কনটেন্ট নির্মাতাদের ছদ্মবেশ ধারণ করেছিল। অর্থাৎ, ভুয়া পরিচয়ে বিভিন্ন জনপ্রিয় নির্মাতার নামে কনটেন্ট শেয়ার করছিল ওই ভুয়া প্রোফাইলগুলো।
ফেসবুক জানায়, তারা এমন অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেবে, যেগুলো একাধিকবার একই ধরনের মিম বা ভিডিও বারবার পোস্ট করে, কিংবা ভুয়া প্রোফাইল তৈরি করে আসল নির্মাতদের ছদ্মবেশে হাজির হয়।
এদিকে কনটেন্টে মৌলিকতার ওপর জোর দিয়ে ফেসবুক নতুন করে অ্যালগরিদম আপডেট করছে, যাতে অরিজিনাল কনটেন্ট শেয়ারকারীরা অগ্রাধিকার পায়। ফেসবুক বলছে, আপনার নিউজ ফিডকে উন্নত করতে এবং মূল কনটেন্টের মূল্যায়ন বাড়াতে আমরা আরও জোরালো পদক্ষেপ নিচ্ছি।
বিভি/ এসআই
মন্তব্য করুন: