ফোনে হোয়াটসঅ্যাপ না থাকলেও যেভাবে চ্যাট করা যাবে

ধরুন, আপনার ফোনে হোয়াটসঅ্যাপ নেই, তারপরও আপনি হোয়াটসঅ্যাপ চ্যাট করতে পারছেন! এমন হলে কেমন হয়। এমনই এক সুখবর আসছে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য।
হোয়াটসঅ্যাপ ট্রেকার WABetaInfo-র রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ এবার ‘গেস্ট চ্যাট’ ফিচার আনতে চলেছে। অ্যান্ড্রয়েড বেটা ভার্সন 2.25.22.13-এ এই ফিচার্স আনার প্রস্তুতি চলছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই ফিচার চালু হতে পারে। এতে যারা এখনও হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না, তাদের বিশেষ সুবিধা হবে।
কীভাবে কাজ হবে?
যে ব্যক্তি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না, তাকে লিঙ্ক পাঠাতে হবে। ওই লিঙ্কের মাধ্যমেই হোয়াটসঅ্যাপে চ্যাট করা যাবে। এর জন্য অ্যাপ ডাউনলোড বা অ্যাকাউন্ট তৈরি করতে হবে না। ওয়েব ব্রাউজারের মাধ্যমে একে অপরের সঙ্গে চ্যাট করা যাবে।
এর আরও একটি সুবিধা হল, এতে চ্যাট এন্ড টু এন্ড এনক্রিপশন থাকবে। ঠিক যেমনটা হোয়াটসঅ্যাপ অ্যাপের মাধ্যমে চ্যাটে এনক্রিপ্টেড থাকে। অর্থাৎ অ্যাপ ব্যবহার না করলেও, চ্যাট এনক্রিপ্টেড থাকবে।
কী কী করতে পারবেন?
হোয়াটসঅ্য়াপ মোবাইল বা ল্যাপটপে ইন্সটল থাকলে, নানা সুবিধা পাওয়া যায়। যদি কেউ অ্যাপ না রেখেই হোয়াটসঅ্যাপ চ্যাট করতে চান, তাহলে সেক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতাও থাকবে। লিঙ্কের মাধ্যমে হোয়াটসঅ্যাপ চ্যাট করলে ছবি, ভিডিয়ো, জিফ পাঠানো যাবে না। কোনও ভয়েস বা ভিডিয়ো মেসেজ পাঠানো যাবে না। হোয়াটসঅ্যাপ কলিংয়ের সুবিধাও পাওয়া যাবে না। কোনও গ্রুপ চ্যাটও করা যাবে না। অর্থাৎ শুধুমাত্র মেসেজই পাঠানো যাবে।
বিভি/ এসআই
মন্তব্য করুন: