• NEWS PORTAL

  • শনিবার, ২৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

এআই দিয়ে মানসিক সমস্যার সমাধান দিচ্ছে ‘মনতরঙ্গ’ (ভিডিও)

প্রকাশিত: ২০:৩৭, ১৯ আগস্ট ২০২৫

আপডেট: ২০:৩৮, ১৯ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী, দেশের ১৮ শতাংশ মানুষ কোনো না কোনো মানসিক রোগে আক্রান্ত। দেশে এবার মানসিক স্বাস্থ্যের যত্নে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা এআই ভিত্তিক সুরক্ষা সেবা দিচ্ছে মনতরঙ্গ নামের একটি প্ল্যাটফর্ম। চ্যাটবট আলাপচারিতার মাধ্যমে মানসিক অবস্থা বিশ্লেষণ করে বাস্তবভিত্তিক সমাধান সম্ভব বলে দাবি করছে প্রতিষ্ঠানটি। এতে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত মুড ট্র্যাকার, সেলফ অ্যাসেসমেন্ট টুলসসহ বিভিন্ন অত্যাধূনিক ফিচার রয়েছে যা ব্যক্তির পরিচয় গোপন রেখেই মনের যত্নের বিভিন্ন পরামর্শ দেয়। 

যেভাবে কাজ করে মনতরঙ্গ: 

•টেক্সট ও কল সাপোর্ট: ব্যবহারকারী চাইলে টেক্সটে কথা বলতে পারে, আবার কল করে নিজের কথা শোনাতেও পারে।
•স্বর বিশ্লেষণ প্রযুক্তি: কলের সময় স্বরের ফ্রিকোয়েন্সি বিশ্লেষণ করে এআই প্রাথমিকভাবে বুঝে নিতে পারে ব্যবহারকারীর মানসিক অবস্থা। 
•মুড ট্র্যাকিং ও জার্নালিং: প্রতিদিন নিজের অনুভূতি রেকর্ড রাখা ও তা বিশ্লেষণ করার টুল। 
•বৈজ্ঞানিক টেস্ট: ডিপ্রেশন ও উদ্বেগ পরিমাপের জন্য পিএইচকিউ-৯ (PHQ-9) ও জিএডি-৭ (GAD-7) টেস্ট অন্তর্ভুক্ত। 

দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের একদল মেধাবী তরুণের এমন উদ্যোগ ইতিমধ্যেই সাড়া ফেলেছে। স্বেচ্ছা শ্রমে অনেকেই কাজ করছেন ডেভেলপার, এইচআর, সাইবার সিকিউরিটি লিডসহ নানান সেক্টরে। সামাজিক এই কর্মে গবেষণাসহ অন্যান্য কাজ আরো বৃহৎ পরিসরে এগিয়ে নিতে কাজ করছে মনতরঙ্গের রিচার্স ও ফান্ড টিম। 

‘মনতরঙ্গ’-এর মানবসম্পদ বিভাগে দায়িত্বে থাকা শামিহা মালিক জানান, একটি নির্বাহী কাউন্সিল মনতরঙ্গ তৈরির মূল কারিগর, যেটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কিছু তরুণ মিলে তৈরি করেছেন। এই উদ্যোগ আপাতত একটি ওয়েবসাইট আকারে চালু হলেও, ভবিষ্যতে এটি অ্যাপ হিসেবেও আসছে। যাতে আরও সহজে সবার কাছে পৌঁছানো যায়।

মনতরঙ্গের রিসার্চ ও ফান্ড লিড তৌহিদ জামান বলেন, গবেষণা ও বিনিয়োগ নির্ভর প্রজেক্ট হওয়ায় বর্তমানে মনতরঙ্গের কর্মপরিধি বাড়াতে ফান্ড সংগ্রহের কাজ চলছে।   

মনতরঙ্গের ফাউন্ডার ও সিইও রিদম মুনিস জানান, তরুণদের এই উদ্যোগ সামনে এগিয়ে নিতে আমরা বদ্ধ পরিকর। যদিও অনেক চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি, তা সত্বেও দেশের আনচে-কানাচে মনতরঙ্গের সেবা পৌছাতে কলেবর বাড়ানো সহ নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 
কারো গুরুতর অবস্থা শনাক্ত হলে মনতরঙ্গের ১০ জন্য অভিজ্ঞ মনোবিজ্ঞানীর সাথে সরাসরি সাক্ষাতের সুযোগও থাকছে প্ল্যাটফর্মটিতে।
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2