• NEWS PORTAL

  • শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

জাকসুতে ভিপি ও জিএস পদে কে জিতবে, যা জানালো এআই

প্রকাশিত: ১৪:১১, ১১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৪:১২, ১১ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। দীর্ঘ প্রায় ৩৩ বছর পর অনুষ্ঠিত হওয়া এ নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে উত্সবের আমেজ। গত ২৯ আগস্ট বিকাল ৪টা থেকে প্রচারণা শুরু হয়ে গত ৯ সেপ্টেম্বর রাত ১২টায় শেষ হয়। প্রচারণার শেষ দিন পর্যন্ত শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে দিনরাত ছুটেছেন প্রার্থীরা। 

নির্বাচনে কে জিতবে তা নির্ভর করছে ভোটারের উপর। তারপরও বিভিন্ন কারন বিশ্লেষণ করে কারা জিততে পারে তার একটা ধারনা পাওয়া যায়। এর আগে ডাকসু নির্বাচনে সাদিক কায়েম ও এস এম ফরহাদের জয়ের ব্যাপারে চ্যাটজিপিটির ভবিষ্যদ্বাণী সঠিক হয়েছিল।

জাকসু নির্বাচনে ভিপি ও জিএস পদে কে জিতবে এমন প্রশ্ন ছিলো বিশ্বের স্বনামধণ্য কয়েকটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা এআই কাছে। কাকে এগিয়ে রাখছে এসব মডেল তাই থাকছে প্রতিবেদনে। 

বিশ্বখ্যাত চ্যাটজিপিটি জাকসু নির্বাচনে শিবির প্যানেলের ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিব এবং জিএস পদে একই প্যানেলের মাজহারুল ইসলামকে জেতার তালিকায় এগিয়ে রাখছে। 

এআই মডেল গ্রকের ভবিষ্যতবানী বলছে, ভিপি হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলের শেখ সাদী হাসান এবং জিএস পদে তানজিলা হোসাইন জেতার সম্ভবনা রয়েছে।

অন্যদিকে এআই মডেল ক্লড শিবির প্যানেলের ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিব এবং জিএস পদে একই প্যানেলের মাজহারুল ইসলামকে জয়ের তালিকায় রাখছে।

তবে এ বিষয়ে ডিপসিক এবং গুগল জেমিনি মন্তব্য থেকে বিরত থেকেছে। 

জাকসুর এবারের নির্বাচনে মোট ভোটার রয়েছেন ১১ হাজার ৭৮৩ জন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৬২৩ জন প্রার্থী। 

এসআই

মন্তব্য করুন: