• NEWS PORTAL

  • শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

ঢাকায় তিন দিনব্যাপী বিআইএম সম্মেলন শুরু ২৫ সেপ্টেম্বর

প্রকাশিত: ২১:০১, ১৯ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ঢাকায় তিন দিনব্যাপী বিআইএম সম্মেলন শুরু ২৫ সেপ্টেম্বর

বাংলাদেশের আইটি পেশাজীবীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস), ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং সেন্টার ফর ইন্টেলিজেন্ট কম্পিউটিং যৌথভাবে আগামী ২৫, ২৬ ও ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে চতুর্থ শিল্প বিপ্লবের অন্যতম চালিকাশক্তি বিগ ডাটা, ইন্টারনেট অব থিংস (IoT) এবং মেশিন লার্নিং বিষয়ের উপর 3rd International Conference on Big Data, IoT and Machine Learning (BIM 2025) আয়োজন করতে যাচ্ছে। 

BIM 2025 এর লক্ষ্য, কর্মসূচি এবং অন্যান্য তথ্য বিস্তারিত জানাতে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ কম্পিউটার সোসাইটির প্রধান কার্যালয়ে একটি প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

BIM 2025 চতুর্থ শিল্প বিপ্লবের (4IR) প্রেক্ষাপটে উদীয়মান প্রযুক্তিনির্ভর গবেষণা, উদ্ভাবন এবং জ্ঞান বিনিময়ের প্ল্যাটফর্ম হিসেবে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবারের সম্মেলনে ১৫টিরও বেশি দেশ থেকে ৬৩১টি গবেষণাপত্র জমা পড়েছে। Double-Blind Peer Review প্রক্রিয়ার মাধ্যমে যাচাই-বাছাই শেষে ২৫১টি মানসম্পন্ন পেপার উপস্থাপনার জন্য গৃহীত হয়েছে। গৃহীত ও উপস্থাপিত সকল গবেষণাপত্র Springer Lecture Notes in Networks and Systems অথবা Taylor & Francis CRC বই সিরিজে প্রকাশিত হবে। সম্মেলনে থাকছে সাত জন কী-নোট স্পিকার, পাঁচ জন আমন্ত্রিত আলোচক এবং ত্রিশটি টেকনিক্যাল সেশন। আলোচনার বিষয়গুলোর মধ্যে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, হেলথ ইনফরমেটিক্স, স্মার্ট সিটি এবং গ্রীন কম্পিউটিং। BIM 2025 সম্মেলনটি প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বাস্তবায়নে গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

প্রেস মিটে উপস্থিত ছিলেন Conference Chair এবং বাংলাদেশ কম্পিউটার সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ সামসুল আরেফিন। Organizing Chair এবং বাংলাদেশ কম্পিউটার সোসাইটির ভাইস-প্রেসিডেন্ট অধ্যাপক মোঃ আব্দুল বাছেত। Organizing Secretary এবং বাংলাদেশ কম্পিউটার সোসাইটির জেনারেল সেক্রেটারি এলীন ববি। কম্পিউটার সোসাইটির জয়েন্ট সেক্রেটারি (এডমিন) শরিফুল আনোয়ার, বাংলাদেশ কম্পিউটার সোসাইটির জয়েন্ট সেক্রেটারি (ফিন্যান্স) মোঃ জারাফাত ইসলাম, জয়েন্ট সেক্রেটারি (একাডেমিক) প্রকৌশলী মোঃ নাজমুল হুদা মাসুদ, বাংলাদেশ কম্পিউটার সোসাইটির ট্রেজারার মুহাম্মদ শাহরিয়ার হোসেন খান।

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সোসাইটির কাউন্সিলরগণ- মুহাম্মদ ওমর সিদ্দিক, মোঃ মেহেদী হাসান, মোঃ মোজাহারুল ইসলাম, মোঃ আসাদ-উজ-জামান, এস এম পারভেজ রানা, মোঃ ওয়াহিদ মুরাদ, এস. এম. সাজ্জাদ হোসেন, নিমাই চন্দ্র মন্ডল, আমিমুল ইহসান, মোঃ আলমগীর, সবুজ দাস, মোঃ মানিরুল ইসলাম, মোঃ মারুফ হোসেইন, মোঃ আসাদ-উজ-জামান, বায়েজীদ হাসান ভূঞাঁ, মোঃ তানভিদুল ইসলাম এবং বাংলাদেশ কম্পিউটার সোসাইটির ব্যাবস্থাপক মোঃ জিয়াউর রহমান ।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2