• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

হঠাৎই বন্ধ নাসা! কী হল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার?

প্রকাশিত: ২০:৫৭, ৩ অক্টোবর ২০২৫

আপডেট: ২১:০৫, ৩ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
হঠাৎই বন্ধ নাসা!  কী হল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার?

ট্রাম্প সরকারের বাজেট নিয়ে অচলাবস্থা। সাময়িকভাবে কার্যক্রম বন্ধের ঘোষণা করল নাসা (NASA)। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

সেখানে বলা হয়েছে, অনির্দিষ্টকালের জন্য সংস্থার মহাকাশ গবেষণার কাজ বন্ধ রাখা হচ্ছে। সম্প্রতি আমেরিকার ফেডারেল সরকার ফান্ডিং সংক্রান্ত বাজেট পাশ করাতে পারেনি। আর তার জেরেই ১ অক্টোবর ২০২৫ থেকে শুরু হয়েছে Government Shutdown। প্রায় ছ’বছর পর ফের আমেরিকায় এমন পরিস্থিতি তৈরি হল।

সরকারি বাজেটের অচলাবস্থার ফলে নাসার মতো গুরুত্বপূর্ণ সংস্থাতেও প্রভাব পড়েছে। নিয়ম অনুযায়ী, শুধু প্রাণহানি রোধ বা সম্পত্তি রক্ষার জন্য যাঁরা অপরিহার্য, সেই কর্মীরাই কাজ চালিয়ে যাচ্ছেন। বাকি সমস্ত প্রকল্পই আপাতত স্থগিত।

নাসার কী কী কাজ বন্ধ হল?

নাসার ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম একেবারে স্থবির হয়ে গিয়েছে। গবেষণা, জনসচেতনতা, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ প্রকল্প, সবই আপাতত থেমে গেছে। এমনকি Artemis Mission এর প্রস্তুতিও ঝুলে যেতে পারে (এই প্রকল্পের লক্ষ্য হল মানুষকে ফের চাঁদে পাঠানো)।

তবে সবকিছুই যে বন্ধ হয়ে গিয়েছে, তা নয়। যা যা চলছে, 

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) এ থাকা মহাকাশচারীদের সঙ্গে কাজ
 সৌরজগতের বিভিন্ন গ্রহ উপগ্রহে পাঠানো মহাকাশযানের কার্যকলাপ
 গ্রহাণু বা অন্যান্য ঝুঁকির বিষয়ে নজরদারি।

আপাতত সীমিত সংখ্যক কর্মী এই জরুরি কাজ চালিয়ে যাচ্ছেন।

ভবিষ্যতে কী ক্ষতি হতে পারে?

নাসার অর্থ সাহায্যে আমেরিকায় বহু গবেষণা চলে। সেগুলি সব বন্ধ হয়ে গেছে। বিশ্ববিদ্যালয় ও বেসরকারি কন্ট্রাক্টররাও সমস্যায় পড়তে পারে। এর আগে ২০১৮-১৯ সালের Shutdown এর সময় নাসার বিভিন্ন প্রকল্প মাসের পর মাস বন্ধ হয়ে যায়। এবারও তেমনই পরিস্থিতি তৈরি হতে পারে।

যতদিন ওয়াশিংটনে এই রাজনৈতিক অচলাবস্থা চলবে, ততদিনই নাসার এই জটিলতা চলতে থাকবে। বিজ্ঞানী থেকে ইঞ্জিনিয়ার, সবার মধ্যেই কাজ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। তবে মহাকাশে থাকা নভোচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এখন সীমিত পর্যায়ে কাজ চালিয়ে যাচ্ছে মার্কিন মহাকাশ সংস্থা।

(সুত্র: ইন্ডিয়া টুডে, আজতক বাংলা, অস্ট্রনমি.কম)

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2