• NEWS PORTAL

  • সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

আয়রন ডোমের আদলে ”টি-ডোম” আনছে তাইওয়ান

প্রকাশিত: ১৫:১৪, ১১ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
আয়রন ডোমের আদলে ”টি-ডোম” আনছে তাইওয়ান

ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের মতো শত্রুর হুমকি থেকে আত্মরক্ষা ও প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর অংশ হিসেবে এবার বহু স্তরবিশিষ্ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা টি-ডোম তৈরির ঘোষণা দিয়েছে তাইওয়ান। শুক্রবার (১০ অক্টোবর) তাইওয়ানের জাতীয় দিবসে নতুন এ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে জানান দেশটির প্রেসিডেন্ট লাই চিং-তে।

প্রেসিডেন্ট লাই বলেন, তাঁর সরকার প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ এবং বছরের শেষ নাগাদ একটি বিশেষ সামরিক বাজেট পেশ করা হবে, যা সরকারের প্রতিরক্ষা অঙ্গীকারকে প্রতিফলিত করবে। প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর উদ্দেশ্য স্পষ্ট–এটি শত্রুর হুমকি মোকাবিলার জন্য অপরিহার্য এবং আমাদের প্রতিরক্ষা শিল্প বিকাশের চালিকাশক্তি। আমরা ‘টি-ডোম’ নির্মাণ দ্রুত এগিয়ে নেব, বহুস্তরীয় প্রতিরক্ষা, উচ্চক্ষমতাসম্পন্ন শনাক্তকরণ ও কার্যকর বাধা ব্যবস্থাসহ একটি সুসংগঠিত আকাশ প্রতিরক্ষা কাঠামো তৈরি করব, যা নাগরিকদের জীবন ও সম্পদের সুরক্ষায় এক নিরাপত্তা জাল হিসেবে কাজ করবে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ান দীর্ঘদিন ধরে চীনের দিক থেকে ক্রমবর্ধমান সামরিক ও রাজনৈতিক চাপ সামলে আসছে। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসেবে বিবেচনা করে বেইজিং। যদিও তাইপের সরকার দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করে আসছে। চীনের বিশাল সামরিক সক্ষমতার বিপরীতে তাইওয়ান সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি এবং আধুনিকীকরণ কর্মসূচি জোরদার করছে। চীন ইতোমধ্যে স্টেলথ যুদ্ধবিমান, রণতরী এবং বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্রসহ উন্নত অস্ত্রভাণ্ডার বাড়ানোতে মনোযোগ দিয়েছে।

‘টি-ডোম’ সম্পর্কে প্রেসিডেন্ট বিস্তারিত কিছু জানাননি। তবে রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, এই নতুন প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের ‘আয়রন ডোম’-এর আদলে তৈরি হতে পারে। তাইওয়ানের বিদ্যমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্র নির্মিত প্যাট্রিয়ট ও দেশীয়ভাবে তৈরি ‘স্কাই বো’ ক্ষেপণাস্ত্রের ওপর নির্ভরশীল।

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2