এবার দেশেই তৈরি হবে ড্রোন, চীনা কোম্পানির সঙ্গে চুক্তি সই
ছবি: সংগৃহীত
বাংলাদেশ বিমানবাহিনী চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন (সিইটিসি) ইন্টারন্যাশনালের সঙ্গে সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে দেশে আনম্যানড এরিয়াল ভেহিকল (ড্রোন) উৎপাদন ও সংযোজন কারখানা স্থাপন এবং প্রযুক্তি হস্তান্তর করা হবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। অনুষ্ঠানে অন্যান্য উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, সশস্ত্র বাহিনী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সিইটিসি ইন্টারন্যাশনালের প্রতিনিধিরা।
চুক্তি অনুযায়ী, বাংলাদেশ বিমানবাহিনী ও সিইটিসি যৌথভাবে দেশে আধুনিক ইউএভি বা ড্রোন উৎপাদন ও সংযোজন কারখানা তৈরি করবে। প্রকল্পের আওতায় প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শিল্প দক্ষতা উন্নয়ন ও যৌথ কারিগরি সহযোগিতার ব্যবস্থা থাকবে। এর ফলে দীর্ঘমেয়াদে ড্রোন উৎপাদনে দেশের স্বনির্ভরতা অর্জন সম্ভব হবে।
প্রাথমিকভাবে, এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ বিমানবাহিনী মিডিয়াম অল্টিটিউড লো এনডুরেন্স (MALE) ও ভার্টিক্যাল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং (VTOL) ধরনের ড্রোন তৈরি ও সংযোজনের সক্ষমতা অর্জন করবে। উৎপাদিত ড্রোন কেবল সামরিক কাজে নয়, বরং মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনায়ও ব্যবহার করা হবে।
বিভি/এআই



মন্তব্য করুন: