সেরা উদ্ভাবক পুরস্কার পেলো ইউআইটিএস
ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)। সমাজে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ “Contribution to Society” ক্যাটাগরিতে ইউআইটিএস অর্জন করেছে Most Innovative Place পুরস্কার। ইউআইটিএসের প্রতিনিধিত্বকারী দল UITS_Sound Vision তাদের উদ্ভাবনী প্রকল্প “Smart Assistive Device for Visually Impaired”–এর জন্য প্রথম স্থান অর্জন করে। একই সঙ্গে UITS_Scrap Venture দল “Scrap Today, Sustain Tomorrow” প্রকল্পের মাধ্যমে যৌথভাবে প্রথম স্থান অর্জনে সক্ষম হয়।
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (BHTPA) এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (BCS)-এর যৌথ উদ্যোগে ২৮–৩০ জানুয়ারি ২০২৬ তারিখে এ এক্সপোটি অনুষ্ঠিত হয়। UITS_Sound Vision দলের সদস্যরা হলেন ইশরাক উদ্দিন চৌধুরী, ফাহিমা আবিদা চৌধুরী এবং সুমাইয়া বিনতে ইসমাইল। অন্যদিকে UITS_Scrap Venture দলের সদস্যরা হলেন মোতালেব হোসেন ইমন, ফারহান তুসি, মো. ইব্রাহিম এবং সিফাত হোসেন। এই সাফল্য উদ্ভাবন, অন্তর্ভুক্তিমূলক চিন্তা, টেকসই উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর সামাজিক অগ্রগতির প্রতি ইউআইটিএসের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।
বিভি/টিটি



মন্তব্য করুন: