• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

নিবন্ধন ছাড়া চলবে না কোনো ই-কমার্স প্রতিষ্ঠান 

প্রকাশিত: ২১:৩৪, ২৫ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
নিবন্ধন ছাড়া চলবে না কোনো ই-কমার্স প্রতিষ্ঠান 

নিবন্ধন ছাড়া কোনো ই-কমার্স প্রতিষ্ঠান চলবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সোমবার (২৫ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ই-কমার্স নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের সংগে আলাপকালে মন্ত্রী এই কথা বলেন। এর মাধ্যমে ই-কমার্স খাতের সীমাহিন দুর্নীতিকে লাগাম টানতে চায় সরকার। 

তিনি বলেন, যারা ই-কমার্স ব্যবসা করতে চান তাদের অবশ্যই ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর নিতে হবে। কেউ না নিলে তাকে ব্যবসা পরিচালনা করতে দেওয়া হবে না। 

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। 

ই-কমার্সে আটকে থাকা ২১৪ কোটি ফেরতের বিষয়েও কাজ করা হচ্ছে বলে জানায় বাণিজ্য মন্ত্রী। তিনি বলেন, টাকা ফেরত আনার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক কাজ করবে

 

বিভি/এসআই/রিসি 

মন্তব্য করুন: