• NEWS PORTAL

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

তৃতীয় প্রজন্মের নিউরাল ইঞ্জিনযুক্ত আইফোন আনছে অ্যাপল

প্রকাশিত: ২১:৫৮, ২৬ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
তৃতীয় প্রজন্মের নিউরাল ইঞ্জিনযুক্ত আইফোন আনছে অ্যাপল

আগামী বছর আইফোনের নতুন চমক আনছে অ্যাপল। অ্যাপলের নতুন এই চমকে যুক্ত থাকবে বায়োনিক চিপ। আগামী বছরের প্রথমার্ধে নতুন আইফোন এসই ৩ আনার পরিকল্পনা রয়েছে অ্যাপলের। 

জানা গেছে, নতুন সিরিজের আইফোনে অ্যাপলের তৃতীয় প্রজন্মের নিউরাল ইঞ্জিনযুক্ত এ-১৩ বায়োনিক চিপসেট ব্যবহার করা হতে পারে। পাশাপাশি আইফোন এসই ৩-এর হোম বাটনে টাচ-আইডি সেন্সর থাকতে পারে। 

নতুন এই আইফোনের বাহ্যিক কাঠামো অ্যালুমিনিয়ামের ধাঁচের হওয়ার সম্ভাবনা বেশি। এই আইফোনে উন্নত ফাইভজি নেটওয়ার্কিং সিস্টেম, উপরে ও নিচে বেজেলসহ ৪ দশমিক ৭ ইঞ্চির এলসিডি ডিসপ্লে থাকতে পারে। আইফোন এসই৩ এর প্রসেসর ফাইভ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি। বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই আইফোন এক্সআর ডিজাইনের উপর ভিত্তি করে তৈরি করা হতে পারে। 

 

বিভি/এসআই/রিসি 

মন্তব্য করুন: