• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

চমকপ্রদ ডিজাইনে অপো এফ২১ প্রো ফাইভজি

প্রকাশিত: ১৭:৪১, ২৮ মে ২০২২

আপডেট: ১৭:৪৩, ২৮ মে ২০২২

ফন্ট সাইজ
চমকপ্রদ ডিজাইনে অপো এফ২১ প্রো ফাইভজি

অপো দেশের বাজারে আনছে এফ সিরিজের সর্বশেষ সংস্করণ  অপো এফ২১ প্রো ফাইভজি। উদ্ভাবনী অপো গ্লো ও ডুয়াল অরবিট লাইট ডিজাইনের সাথে অপো এফ২১ প্রো ফাইভজি তরুণদের স্টাইলকে লক্ষ্য রেখে তৈরি করা হয়েছে। 

নান্দনিক ডিজাইনের সাথে প্রযুক্তির সমন্বয়ের এক নিখুঁত উদাহরণ এই ফোনটি। এর কালার ফিনিশ অত্যন্ত চমৎকার। মেগা লেন্স এবং মেগা পোর্ট্রেটের সাহায্যে স্মার্টফোনটিতে রংধনুর মতো প্রিজম্যাটিক ভিজ্যুয়াল ইফেক্ট তৈরির মাধ্যমে কালার ফিনিশ দিতে এফ২১ প্রো ফাইভজি’তে উন্নত সিএমএফ (রঙ, উপকরণ, ফিনিশ) কৌশল ব্যবহার করা হয়েছে। মাল্টি-টেক্সচার স্প্লাইসিং প্রক্রিয়া যুক্ত এই ফোনটি অপো গ্লো ম্যাট ফিনিশের পাশাপাশি অত্যন্ত মনোমুগ্ধকর ডিজাইনের পরিচয় বহন করে।

যারা ছবি তুলতে পছন্দ করেন, তাদের জন্য এফ২১ প্রো ফাইভজি অসাধারণ এক সঙ্গী হতে পারে। ক্যামেরা বেইজ ম্যাটেরিয়াল না থাকায় ফোনটি বেশ ভিন্নধর্মী লুক দিবে। ফোনের ব্যাক কভারে এক স্বপ্নময় চমৎকার আভা (রাতের আকাশ থেকে নেমে আসা দুটি নজরকাড়া রিং) তৈরিতে উদ্ভাবনী ডুয়াল অরবিট লাইট ডিজাইন ব্যবহার করা হয়েছে। 

 

বিভি/এসআই

মন্তব্য করুন: