ওটিটি প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে চূড়ান্ত খসড়া নীতিমালা হাইকোর্টে দাখিল

অশ্লীলতা রোধ, রাজস্ব আদায়সহ ওটিটি প্লাটফর্ম নিয়ন্ত্রণে চূড়ান্ত খসড়া নীতিমালা হাইকোর্টে দাখিল করা হয়েছে। রিটের পক্ষের আইনজীবী তানভীর আহমেদ গণমাধ্যমকে বলেন, তথ্য মন্ত্রণালয় সোমবার (১৫ জুন) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি ফাতেমা নবীবের হাইকোর্ট বেঞ্চে এ খসড়া নীতিমালা জমা দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. তানভীর আহমেদ অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
২০২১ সালের ৭ সেপ্টেম্বর এ সংক্রান্ত নীতিমালা করতে কমিটি গঠন করে বিটিআরসি।
এর আগে চলতি বছর জানুয়ারিতে হাইকোর্ট ওটিটি প্লাটফর্ম নিয়ন্ত্রণে চূড়ান্ত নীতিমালা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
বিভি/ এসআই
মন্তব্য করুন: