• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

যেভাবে গুগল ম্যাপের সাহায্যে রাস্তায় টোলের পরিমান জানা যাবে! 

প্রকাশিত: ১৮:০১, ১৬ জুন ২০২২

ফন্ট সাইজ
যেভাবে গুগল ম্যাপের সাহায্যে রাস্তায় টোলের পরিমান জানা যাবে! 

অচেনা জায়গায় যাওয়ার ক্ষেত্রে আমরা অনেকটাই গুগল ম্যাপের উপর নির্ভর করি। গুগল ম্যাপে লোকেশন সার্চ দিয়ে ঠিকানা জেনেই অনেকেই যাত্রা শুরু করেন অনেকেই।  এবার আরো নতুন একটি ফিচার যুক্ত হচ্ছে এই নেভিগেশনে, টোল খরচ। মানে আপনি যে রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তায় যদি টোল দিতে হয়, তাহলে টোল পরিমান কত তা জানিয়ে দেবে গুগল ম্যাপ। 

সম্প্রতি গুগল তার কমিউনিটি পোস্টে জানিয়েছে, যাত্রা শুরুর আগেই যে কেই জানতে পারবেন টোলের পরিমান। কেউ যদি চান যাত্রা পথে টোল রাস্তা এড়িয়ে কিভাবে বিনামূল্য রাস্তা বেছে নিতে পারেন সেই পথও বাতলে দেবে ম্যাপ। 

ব্লগ পোস্ট বলছে, স্থানীয় অথরিটির কাছ থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করেই এই তথ্য জানানো হবে।  এখনও বিশ্বের সব রুটে এই ফিচার শুরু করেনি জনপ্রিয় নেভিগেশন সার্ভিসটি।  গুগল জানিয়েছে, ভারত ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও ইন্দোনেশিয়ায় প্রায় ২০০০ টোল রাস্তায় এই পরিষেবা শুরু হয়েছে।

বিভি/এসআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2