• NEWS PORTAL

  • শনিবার, ০৪ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দারাজের নামে ভূয়া ওয়েবসাইট; আটক এক

প্রকাশিত: ১৬:৫৯, ২৩ জুন ২০২২

আপডেট: ১৭:০০, ২৩ জুন ২০২২

ফন্ট সাইজ
দারাজের  নামে ভূয়া ওয়েবসাইট; আটক এক

দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান দারাজের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। পুলিশের গ্রেফতারকৃত ঐ ব্যক্তির নাম আসমাউল ইসলাম। গত সোমবার (২০ জুন) নড়াইল জেলার কালিয়া থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

দারাজের নামে ভুয়া ফেসবুক পেইজ বানিয়ে অবিশ্বাস্য অফার দিয়ে প্রতারণার মাধ্যমে সাধারণ ক্রেতাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ  হাতিয়ে নেন আসমাউল। গ্রেফতারের সময় তার কাছ থেকে অনলাইন প্রতারণার কাজে ব্যবহৃত ১টি ল্যাপটপ, ৪টি মোবাইল ফোন এবং দারাজের নামে পরিচালিত বেশ কয়েকটি ভুয়া ফেসবুক একাউন্ট জব্দ করা হয়।

ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের স্মাগলিং অ্যান্ড ফেইক কারেন্সী টিমের সহকারী পুলিশ কমিশনার মান্না দে জানান, দারাজের নামে ভুয়া ফেসবুক একাউন্ট খুলে প্রতারণার তথ্য পেয়ে গত ২৬ মে বনানী থানায় মামলা করেন দারাজ বাংলাদেশ লিমিটেডের একজন সিনিয়র এক্সিকিউটিভ অফিসার। মামলার তদন্ত করে দ্রুতই প্রতারক চক্রটিকে শনাক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য সম্পর্কে তিনি আরও বলেন, আসমাউল দারাজের নামে একটি ভুয়া ফেসবুক পেইজ খুলে সেখান থেকে ৬৫% ছাড়ে নতুন মোবাইল ফোন (সাথে একটি স্মার্ট ঘড়ি ফ্রি) বিক্রির অফার দেয়। সেখানে বিকাশে ৫২০ টাকা ডেলিভারি চার্জ অগ্রিম পরিশোধ করার শর্তে ১২ ঘন্টায় হোম ডেলিভারি দেওয়ার অফারও দেওয়া হয়। আগ্রহী ক্রেতারা অগ্রিম টাকা পরিশোধ করার পর প্রতারকেরা পণ্য ডেলিভারি না দিয়ে ঐ অর্থ আত্মসাৎ করে এবং লিংক আইডিগুলো বন্ধ করে দিয়ে নতুন আইডি খোলে।

এ প্রসঙ্গে দারাজের সিসিএও হাসিনুল কুদ্দুস রুশো বলেন, “কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে দারাজের মতো বিশ্বস্ত প্লাটফর্মের সাদৃশ্যে ভুয়া পেইজ তৈরী করে ক্রেতাদের প্রতারিত করে আসছিল।  বিশেষ তৎপরতার সাথে প্রতারক চক্রটিকে শনাক্ত ও আটক করার জন্য পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোঃ আসাদুজ্জামানকে ধন্যবাদ জানাই। গ্রাহকদের কাছে আমাদের অনুরোধ, আমরা সব ধরণের অফার ও লেনদেন আমাদের অফিশিয়াল ওয়েবসাইট ও দারাজ অনলাইন শপিং অ্যাপের মাধ্যমে শতভাগ স্বচ্ছতার সাথে নিয়ন্ত্রণ করে থাকি। তাই অন্য কোন পেইজ বা ওয়েবসাইট দেখে আপনারা বিভ্রান্ত হবেন না”।
 

বিভি/এসআই

মন্তব্য করুন: