• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

আবেদন করেই অ্যামাজনে চাকরি পেলেন আল আমিন

প্রকাশিত: ২১:৪৮, ২ জুলাই ২০২২

ফন্ট সাইজ
আবেদন করেই অ্যামাজনে চাকরি পেলেন আল আমিন

বাংলাদেশের তরুণ আল আমিন হোসেন বিশ্বখ্যাত ই–কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনে চাকরি পেয়েছেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে থাইল্যান্ডে ‘আগোডা’ নামক একটি প্রতিষ্ঠানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত।

অ্যামাজন কর্তৃপক্ষ শুক্রবার (১ জুলাই) রাতে মুঠোফোনে আল আমিনকে চাকরির বিষয়টি জানায়। আগামী নভেম্বরে সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে অ্যামাজনে যোগ দেওয়ার কথা আছে তার। তিনি আয়ারল্যান্ডের ডাবলিন কার্যালয়ে অ্যামাজনের ওয়েব সার্ভিস দলে কাজ করবেন।

আল আমিনের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলায়। আনোয়ার হোসেন ও ফেরদৌসী আক্তার দম্পতির বড় সন্তান তিনি। তার আরও দুই ভাই আছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের (বিভাগ) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।

আল আমিন বলেন, ‘আমার ইচ্ছা ছিল বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানিগুলোতে চাকরি করার, আমার তেমন প্রস্তুতি ছিল না। অভিজ্ঞতা নেওয়ার উদ্দেশ্যেই আবেদন করি। সৌভাগ্যবশত প্রথমবারেই অফার পেয়ে গেছি। শুক্রবার অ্যামাজন থেকে ফোন দিয়ে চাকরির বিষয়টি নিশ্চিত করেছে।’

চাকরি পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে আল আমিন বলেন, ‘আমাজন বিশ্বের চারটি বড় কোম্পানির একটি। সেখানে চাকরি পাওয়া সত্যিই আনন্দের।’

এটিকে তিনি তাঁর ক্যারিয়ারের একটা দারুণ সূচনা হিসেবে দেখছেন। পথচলার প্রতিটি ধাপে অনেক মানুষের সমর্থন পেয়েছেন তিনি। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

আল আমিন খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে ওয়ালটনে ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন। এক বছর কাজ করার পর থাইল্যান্ডের ‘আগোডা’ নামক প্রতিষ্ঠানে যোগ দিয়ে ব্যাংককে চলে যান।

বাংলাদেশে একটি বিশ্বমানের স্টার্টআপ প্রতিষ্ঠান গড়ে তুলতে চান আল আমিন। সময়মতো দেশে ফিরে নিজের স্বপ্ন পূরণ করতে চান তিনি।

বিভি/এনএ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2