• NEWS PORTAL

  • রবিবার, ০৫ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সাইবার হামলার শিকার বিআইডব্লিউটিএ’র জবস পোর্টাল

প্রকাশিত: ১৪:২৭, ৪ আগস্ট ২০২২

আপডেট: ১৭:১৩, ৪ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
সাইবার হামলার শিকার বিআইডব্লিউটিএ’র জবস পোর্টাল

সাইবার হামলার শিকার হয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ-এর জবস পোর্টাল Jobsbiwta.gov.bd । 

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরের পর থেকে সাইটটিতে প্রবেশ করা যাচ্ছে না। তবে পুরো স্ক্রিন ব্ল্যাঙ্ক হয়ে একটি ছবিসহ মেসেজ দেখানো হচ্ছে। সেখানে লেখা দেখাচ্ছে, “ HACKED BY 1975 TEAM”, DEADCODE 1975-OXYCODONE, 1975 TEAM WAS THERE .

এ বিষয়ে বিআইডব্লিউটিএ-এর সিস্টেম এনালিস্ট মো. সুলতানুল আরেফিন বাংলাভিশনকে বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা দেখছি কি করা যায়।’

তবে অনেক কম্পিউটার থেকে jobsbiwta.gov.bd লিখে সার্চ দিলে প্রথমে সাইটটি ওপেন হয়ে অটো-রিডিরেক্ট হয়ে অন্য একটি পেজে চলে যাচ্ছে। এর পর কোনো তথ্য দেখাচ্ছে না। 

এ বিষয়ে এটুআই-এর সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার তানভীর কাদের বাংলাভিশনকে বলেন, ‘অধিকাংশ সাব ডোমেইন ন্যাশনাল পোর্টাল ফ্রেমওয়ার্কের আওতাধীন না। সাব ডোমেইনগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অধিদপ্তর বা পরিদপ্তর দেখভাল করেন। মূলত সাব-ডোমেইন ছাড়া ৫৪ হাজার সাইট ন্যাশনাল পোর্টাল ফ্রেমওয়ার্কের আওতাধীন।’

তথ্য প্রযুক্তিবিদ সাবির আহমেদ সুমন বাংলাভিশনকে বলেন, ‘টিমটি আসলে কোন দেশি তা এখনও নিশ্চিত নয়। তবে, আমাদের ওয়েব সাইটগুলোর অনেক দুর্বলতা আছে। সেগুলো সংশোধন না করা হলে ভবিষ্যতে বড় ধরনের হামলার শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।’

বাগসবিডি লিমিটেডের জুনিয়র সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট নওশের আলী শোভন বাংলাভিশনকে বলেন, ‘ওয়েবসাইটটি WordPress এর পুরাতন ভার্সন দিয়ে করা, যার দুর্বলতা কাজে লাগিয়ে হ্যাকার টিম সাইটটি হ্যাক করেছে। একটি ওয়েবসাইটকে নিয়মিত আপডেট এবং সিকিউরিটি পলিসি মেইনটেইন করে পরিচালনা করাটা জরুরি। আমাদের দেশে সাইবার সিকিউরিটি সেক্টরে অসচেতনতা এবং বিভিন্ন অব্যাবস্থাপনার জন্য পর্যাপ্ত দক্ষ জনবল থাকা স্বত্ত্বেও এই ওয়েবসাইটগুলো অরক্ষিত থেকে যাচ্ছে।’

বিআইডব্লিউটিএ-এর সিস্টেম এনালিস্ট মো. সুলতানুল আরেফিন সর্বশেষ আপডেট জানান, সমস্যাটির সমাধানের জন্য তারা কাজ করে যাচ্ছেন।

বিভি/এসআই

মন্তব্য করুন: