যে কারণে চ্যানেলের নাম ও লোগো পরিবর্তন করছে না সময় টিভি

রবিবার (১৬ অক্টোবর) দিনভর আলোচনা ছিল সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল সময় টিভির ইউটিউব চ্যানেল হ্যাকড হওয়া। কিন্তু কিছু সময় পরই হ্যাকারদের থেকে চ্যানেল দুটি নিজেদের নিয়ন্ত্রণে নেয় সময় টিভি কর্তৃপক্ষ। তবে এখনো নাম ও লোগো পরিবর্তন করেনি।
এ বিষয়ে সময় টিভির ব্রডকাস্ট হেড সালাউদ্দিন সেলিম একটি স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন, ‘সময়ের ইউটিউব চ্যানেল আমাদের নিয়ন্ত্রণেই আছে (হ্যাক হওয়ার ১০মিনিটের মধ্যেই)।, ভয় কিংবা বিপদের কোন আশঙ্কা নেই। ইউটিউব বিষয়টিকে সিরিয়াসলি নিয়েছে, এবং এটাকে নিয়ে নিবিড় পর্যবেক্ষণ ও তদন্ত করছে।’
তিনি আরও লিখেছেন, ‘তদন্তের স্বার্থে ইউটিউব এর পক্ষ থেকে আপাতত কোন প্রকার অ্যাক্টিভিটি না করার নির্দেশ হয়েছে আমাদেরকে। তাই চ্যানেলের নাম ও লোগো আপাতত পরিবর্তন করা যাচ্ছে না। এই সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
এ নিয়ে সময় টিভির ডিজিটাল কন্টেন্ট মেনেজমেন্ট ইনচার্জ রুদ্র নয়ন একটি স্ট্যাটাসে লেখেন, ‘সময় এর ইউটিউব আবারও ফিরে এসেছে সময় এর ছন্দে, দোর্দণ্ডপ্রতাপে। বিভ্রান্ত হবেন না, সময়’র ইউটিউব এখন পুরোপুরি নিরাপদ। হ্যাঁ, হ্যাকিং/হাইজ্যাকড হয়েছিল চ্যানেলটি, তবে কয়েক মিনিটের ব্যবধানে সালাউদ্দিন সেলিম ভাইয়ার তত্ত্বাবধানে সম্পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে "সময়"।
তিনি আরও লেখেন, ‘রবিবার দুপুর ১২:৩০ মিনিটে সময় টিভি’র ইউটিউব চ্যানেল হঠাৎ করে হ্যাকারদের কবলে পড়ে। সময় টিম টের পাওয়ার কয়েক মিনিটের মধ্যে হ্যাকারদের নিয়ন্ত্রণমুক্ত করে আবারো সময়’র নিয়ন্ত্রণে নেওয়া হয় পুরো চ্যানেলের।
সময়’র ইউটিউব চ্যানেল বিপদমুক্ত, তবে চ্যানেলটিতে হ্যাকারদের দেয়া নাম রয়েছে বেশ কিছু সময়। এর কারণ, গুগল (ইউটিউব) সাপোর্ট টিম থেকে বিস্তারিত তদন্তের জন্য চ্যানেলের কোনো প্রকার পরিবর্তন না করার নির্দেশ দিয়েছে।
উল্লেখ্য যে, একই সাথে সময় টিভি’র নিউজ পোর্টাল somoynews.tv তেও হ্যাকাররা অ্যাটাক করে এবং সাথে সাথে তা হ্যাকারদের নিয়ন্ত্রণমুক্ত করা হয়। কাজেই, বিভ্রান্ত হবেন না।
মন্তব্য করুন: