• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সাইবার হামলার শিকার ভারতের টাটা পাওয়ার 

প্রকাশিত: ১৮:০৫, ১৭ অক্টোবর ২০২২

আপডেট: ১৮:০৬, ১৭ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
সাইবার হামলার শিকার ভারতের টাটা পাওয়ার 

ভারতের অন্যতম বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান টাটা পাওয়ারে সাইবার হামলার ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটি নিজেই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। 

রয়টার্স বলছে, সাইবার হামলার কারনে প্রতিষ্ঠানটির আইটি অবকাঠামো আক্রান্ত হয়েছে। যার প্রভাব সিস্টেমের উপরে পড়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানিটি সিস্টেম পূনরুদ্ধারে পদক্ষেপ নিয়েছে এবং নিরাপত্তার স্বার্থে তারা কর্মচারীসহ গ্রাহকের প্রবেশাধিকার সীমিত করেছে। 

সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি যদিও সাইবার হামলার শিকার হয়েছে, কিন্তু ক্রিটিক্যাল অপারেশেন সিস্টেম চলমান রয়েছে। 
মহারাষ্ট্র পুলিশের সাইবার শাখার এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, টাটা পাওয়ার এবং অন্যান্য বিদ্যুৎ সংস্থাগুলিকে হুমকি প্রদান সংক্রান্ত গোয়েন্দা তথ্য রয়েছে। সংশ্লিষ্ট সব কোম্পানিকে সতর্ক করা হয়েছে জানিয়ে ওই কর্মকর্তা বলেন, ফায়ারওয়ালের অডিট ও চেকিং চলছে।

এ বিষয়ে টাটা পাওয়ারের পাবলিশ রিলেশন কর্মকর্তা তথ্য চুরির বিষয়ে উত্তর দিতে অপারগতা প্রকাশ করে। 

টাটা পাওয়ার কোম্পানি ভারতে বিদ্যুৎ উৎপাদন, বিতরণ ও খুচরা বিক্রির কাজ করে। প্রতিষ্ঠানটি ২০৪৫ সাল নাগাদ শূন্য কার্বন নিঃসরণকারী প্রতিষ্ঠানে পরিণত হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। 

বিভি/এসআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2