• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার “কল লিংক”

প্রকাশিত: ১৫:৫৬, ২১ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
হোয়াটসঅ্যাপে নতুন ফিচার “কল লিংক”

মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপে নতুন ফিচার আনা হয়েছে, “কল লিংক”। এই ফিচারের মাধ্যমে একটি লিংক দিয়ে আমন্ত্রণ জানিয়ে গ্রুপ কলে সবাইকে অ্যাড করে কথা বলা যাবে, যা পুরোটাই এন্ড টু এন্ড এনক্রিপটেড। 

আইওস ভার্সনে এই সুবিধা অনেক আগে থেকেই ভোগ করছিল ব্যবহারকারীরা। এবার অ্যান্ড্রয়েড ভার্সনেও চালু হয়েছে এই সেবা। 

হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ডব্লিউবিটাইনফো বলছে, হোয়াটসঅ্যাপ আইওএসের পাশাপাশি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কলে যোগ দিতে লিঙ্ক তৈরি সেবা চালু করেছে। 

ব্যবহারকারী এই লিংক ব্যবহারের সময় কলের ধরন (ভয়েস বা ভিডিও) বেছে নিতে পারবেন। যখন একাধিক ব্যক্তি একই সময় কলে যুক্ত হবেন তখন কলটি স্বয়ংক্রিয়ভাবে একটি গ্রুপ কলে বদলে যাবে। 

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এখন ফিচারটি কল ট্যাবের উপরে পাচ্ছেন বলে জানান।  ‘ক্রিয়েট কল লিঙ্ক’ নামে লিংকে ক্লিক করে সেখান থেকেই কলের আমন্ত্রন জানাতে পারছেন ব্যবহারকারীরা। 

বিভি/এসআই

মন্তব্য করুন: