• NEWS PORTAL

  • সোমবার, ০৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

অপ্রাপ্তদের ম্যাসেজ অপশন থাকছে না ফেসবুকে

প্রকাশিত: ২৩:৫৫, ২৩ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
অপ্রাপ্তদের ম্যাসেজ অপশন থাকছে না ফেসবুকে

সাইবার বুলিংয়ের মতো ঘটনা ঠেকাতে নতুন কিছু পদক্ষেপ আনছে সামাজিক মাধ্যম ফেসবুক। এসব পদক্ষেপের মাধ্যম হয়ত রোধ করা সম্ভব হবে সাইবার বুলিং। 

চলুন জেনে নিই কি কি নতুন নিয়ম আসছে ফেসবুকে:


•    প্রাপ্ত বয়স্করা ১৬ বছরের নীচে কাউকে মেসেজ পাঠাতে পারবে না। 

•    পোস্টে আপনাকে যারা ট্যাগ করেছেন তা দেখার আছে রিভিউ করা হবে। 

•    যেসব পেজ আপনি ফলো করেন সেগুলো কারা কারা দেখতে পারবে সেখা পরিবর্তন আনা হয়েছে। 

•    কে কে আপনার ফ্রেন্ডলিস্ট দেখতে পাবে সেখানে পরিবর্তন আনা হয়েছে। 

•    এছাড়া কিশোর কিশোরীদের অ্যাকান্টে ম্যাসেজ অপশনটি সরানো হতে পারে বলে খবর রয়েছে। এর মাধ্যমে কিছু সন্দেহজনক প্রাপ্তবয়স্ক ব্যবহারকারী যারা তাদের ফ্রেন্ডলিস্টে নেই তারা মেসেজ পাঠাতে পারবে না।

তবে কবে নাগাদ এটি কার্যকর হবে তা এখনো স্পষ্ট করেনি মেটা। 

বিভি/এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2