• NEWS PORTAL

  • রবিবার, ১২ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আগামী দিনের শিক্ষা হবে সম্পূর্ণ ডিজিটাল : মোস্তাফা জব্বার

প্রকাশিত: ২০:০৫, ১০ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
আগামী দিনের শিক্ষা হবে সম্পূর্ণ ডিজিটাল : মোস্তাফা জব্বার

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, আগামী দিনের শিক্ষা হবে সম্পূর্ণ ডিজিটাল। বিদ্যমান শিক্ষা ব্যবস্থায় অর্জিত সনদ আগামীর প্রযুক্তি সভ্যতার চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী নয় উল্লেখ করে তিনি বলেন, ‘নতুন প্রজন্মকে ডিজিটাল দক্ষতা অর্জনের মাধ্যমে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে নিজেকে টিকে থাকার  উপযোগী করে গড়ে তুলতে হবে।’

মোস্তাফা জব্বার শুক্রবার (১০ ফেব্রুয়ারী) রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি মিলনায়তনে ময়মনসিংহের কবি নজরুল শিশু দিগন্ত আয়োজিত শিশু কিশোর মিলন মেলায় ‘ডিজিটাইজেশনে বাংলাদেশ ও শিশু কিশোরদের মেধা বিকাশে বিজয় শিশু শিক্ষার ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে  দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষার ডিজিটাল রূপান্তরের কাজ শুরু করেছে। ইতোমধ্যে দেশের দুর্গম অঞ্চলে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার ডিজিটাল রূপান্তরের সুযোগ পৌঁছে দিতে ৬৫০টি প্রাথমিক বিদ্যালয় এবং পার্বত্য অঞ্চলের ২৮টি পাড়া কেন্দ্রে ডিজিটাল শিক্ষার অভিযাত্রা শুরু হয়েছে। 

কবি নজরুল শিশু দিগন্তের সভাপতি এডভোকেট রায়হানা খাতুনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিজয় ডিজিটাল কনটেন্টের মাধ্যমে শিশু শিক্ষা বিষয়ক ভূমিকা  উপস্থাপন করেন বিজয় ডিজিটাল’র প্রধান নির্বাহি জেসমিন জুঁই। 

অন্যান্যের মধ্যে অধ্যক্ষা হামিদা আলী, সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল, সুবিধা বঞ্চিত অঞ্চলে শিশুদের মধ্যে ডিজিটাল শিক্ষা বিস্তার সংক্রান্ত প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী আবদুল ওয়াহাব, বাংলাদেশ শিশু মেলা সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ড. শহীদুল্লাহ আনসারী, আন্তর্জাতিক বাংলা সাহিত্য কাব্য পরিষদের চেয়ারম্যান কবি নজরুল ইসলাম বাঙ্গালি, কবি নজরুল শিশু দিগন্তের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন বাদল এবং অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক গাজী আলম ভূইয়া এ অনুষ্ঠানে বক্তৃতা করেন।

মন্ত্রী শিশু কিশোরদের উদ্দেশ্যে বলেন, ‘তোমারাই হচ্ছ স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার বড় শক্তি। তোমরা যদি ডিজিটাল দক্ষতা অর্জন না কর, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার না জান, তবে আমরা চ্যালেঞ্জ মোকাবেলায় সফল হবো না।’ 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2