• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এইচপি ক্রোমবুক ১৪এ

৩১ হাজারের ল্যাপটপ মিলছে ৯ হাজার টাকায়

প্রকাশিত: ১৬:৪৪, ১৭ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
৩১ হাজারের ল্যাপটপ মিলছে ৯ হাজার টাকায়

ভাল মানের একটি কম্পিউটার কিনতে কার না মন চায়! কিন্তু সাধ থাকলে তো আর হয় না, সাধে সাধ্যও থাকতে হয়। ভাল ব্র্যান্ডের একটি ল্যাপটপ কিনতে হলে ন্যূনতম ৫০ হাজার টাকার উপরে বাজেট রাখতে হয়। এবার আপনার সাধকে- সাধ্যে পরিণত করার একটা সুযোগ হাতছানি দিচ্ছে। এইচপি ক্রোমবুক ল্যাপটপটি মাত্র ৯ হাজার টাকায় আপনি কেনার সুযোগ পাচ্ছেন। 

ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যাামাজন-এ এই ল্যাপটপে দারুণ ডিসকাউন্ট অফার দেওয়া হচ্ছে। অ্যামাজনে ডিস্কাউন্টে যে ল্যাপটপটি বিক্রির জন্য তালিকাভুক্ত করা হয়েছে সেটি হল এইচপি ক্রোমবুক ১৪এ । 

এইচপি ক্রোমবুক ১৪এ ল্যাপটপের দাম ৩১,৫৩১ টাকা, যা ২১ শতাংশ ছাড়ে ২৪,৯৯০ টাকায় বিক্রি করা হচ্ছে। তার উপর এই ল্যাপটপে ১৫,০০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে।

এরপর ল্যাপটপের দাম হচ্ছে ৯,৯৯০ টাকা। এইচপি ক্রোমবুক ১৪এ ল্যাপটপ কেনার জন্য অ্যামাজন ক্রেডিট কার্ড ব্য়বহার করলে, ১,৫০০ টাকা ছাড় পাবেন। এছাড়াও ফোনটি ১,০৭১ টাকা EMI-তে কিনতে পারবেন। 

এইচপি ক্রোমবুক ১৪এ এর ফিচার ও স্পেসিফিকেশন:

এইচপি ক্রোমবুক ১৪এ ল্যাপটপে একটি ১৪-ইঞ্চি ডিসপ্লে রয়েছে। ল্যাপটপে ফুল এইচডি প্লাস আইপিএস (HD Plus IPS) ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে অ্যান্টি গ্লেয়ার মাইক্রো গ্লেয়ার, মাইক্রো এজ প্রযুক্তি ব্যবহার হয়েছে। ল্যাপটপের সর্বোচ্চ ব্রাইটনেস ২৫০ নিট।

একই স্ক্রিন টু বডি রেশিও ৮২ শতাংশ। এতে ইন্টেল ইউএইচডি গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে। ক্রোম ৬৪, গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্টের পাশাপাশি ভয়েস এনাবলড গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট দেওয়া হয়েছে ল্যাপটপে। কানেক্টিভিটির জন্য এতে রয়েছে, ২ সুপারস্পিড ইউএসবি টাইপ সি পোর্ট (২ SuperSpeed USB Type C port)।

এছাড়াও, ৫ Gbps সিঙ্গল রেট, USB Type-A পোর্ট দেওয়া হয়েছে। এর সামনে HP ৭২০ Wide Vision HD ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও ডুয়াল সেল সিলিন্ড্রিক্যাল লিথিয়াম আয়ন ব্যাটারি সাপোর্ট দেওয়া হয়েছে। ল্যাপটপ সুপারস্পোর্ট ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে। এছাড়াও ডুয়েল স্পিকার সাপোর্ট দেওয়া হয়েছে।
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2