• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

যেভাবে চ্যাটজিপিটি হোয়াটসঅ্যাপের সাথে একীভূত করা যায়

ব্যক্তির অনুপস্থিতিতে হোয়াটসঅ্যাপে উত্তর দেবে যে চ্যাটবট

প্রকাশিত: ১৯:৩৭, ২৩ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ২৩:১১, ২৩ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
ব্যক্তির অনুপস্থিতিতে হোয়াটসঅ্যাপে উত্তর দেবে যে চ্যাটবট

বিশ্বের টেক সেক্টরে এই মুহূর্তে সবথেকে আলোচনার বিষয় হল ChatGPT। এই স্মার্ট এআই চ্যাটবট টি আসার ফলে গুগল এবং মাইক্রোসফট-এর মতো সংস্থাও একে অপরের সঙ্গে এক প্রকার সম্মুখ যুদ্ধে নেমে গেছে। 

আপনার প্রায় সব প্রশ্নের উত্তর দিতে পারে চ্যাটজিপিটি। সে কবিতা লিখতে পারে, পরীক্ষার কঠিন প্রশ্নের উত্তরগুলোও দিতে পারে সে। আপনি যে ভাবে চাইবেন, সেই ভাবেই কাজে লাগাতে পারেন চ্যাটজিপিটিকে। ঠিক যেমনটা হোয়াটসঅ্যাপ-এ করতে পারেন। হোয়াটসঅ্যাপ অনেক সময়ই আমাদের কাছে বিরক্তিকর হতে পারে। কারণ, সব সময় ফোন খুলে হোয়াটসঅ্যাপ মেসেজের রিপ্লাই করাটা সম্ভব হয় না। সেখানেই অনুঘটকের ভূমিকায় অবতীর্ণ হতে পারে ChatGPT নামক এআই চ্যাটবট ।

এখন ChatGPT সেই কাজটাই সহজ করে দিতে চলেছে। আপনার হয়ে আপনার সব মেসেজের রিপ্লাই দেবে সে। যদিও হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে অ্যাপের ভিতরে ChatGPT ইন্টিগ্রেট করার কোনও অপশন যোগ করেনি। তবে থার্ড পার্টি অ্যাপের সাহায্যে হোয়াটসঅ্যাপ এবং ChatGPT ইন্টিগ্রেশেনর কাজটি করতে পারেন, যার ফলে আপনার সব হোয়াটসঅ্যাপ মেসেজের রিপ্লাই করতে পারবে চ্যাটজিপিটি।

GitHub নামক একটি থার্ড পার্টি অ্যাপের সাহায্য নিয়ে ইউজাররা হোয়াটসঅ্যাপ-এ ChatGPT ইন্টিগ্রেট করতে পারেন। এক ডেভেলপার একটি পাইথন স্ক্রিপ্ট তৈরি করেছেন, যা আপনাকে হোয়াটসঅ্যাপ-এ ChatGPT যোগ করতে দেবে। এ জন্য একটি ল্যাঙ্গুয়েজ লাইব্রেরি ব্যবহার করতে হবে।

দেখে নিন কীভাবে চ্যাটজিপিটির সাহায্য নিয়ে আপনি হোয়াটসঅ্যাপ মেসেজের রিপ্লাই করবেন।

১) হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটি ইন্টিগ্রেট করতে আপনাকে প্রথমে https://github.com/danielgross/whatsapp-gpt পেজে যেতে হবে। 
২) তারপর  download zip অপশনে যেতে হবে। 
৩) টার্মিনাল থেকে Whatsapp-gpt-main ফাইলটি ওপেন করে নিতে হবে। 
৪) টার্মিনালে server.py ফাইল এগজ়িকিউট করুন।
৫) এবার IS দিয়ে ENTER- এ চাপ দিতে হবে। 
৬) এরপর python server.py এন্টার প্রেস করুন। 
৭) অটোমেটিক্যালি আপনার ফোন নম্বরটি OpenAI চ্যাট পেজে কনফিগার হয়ে যাবে।
৮) এখানে Verify I Am A Human বক্সে ক্লিক করুন। 
৯) তারপর আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যেতে হবে এখানে OpenAI ChatGPT খুঁজে পেয়ে যাবেন।
এবার সত্যিই আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ChatGPT ইন্টিগ্রেটেড হল কি না, তা যাচাই করে নিতে পারবেনএআই চ্যাটবট টিকে একটা প্রশ্ন করে।
 

বিভি/ এসআই

মন্তব্য করুন: