• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

যেভাবে হোয়াটসঅ্যাপে অপরিচিত কলের বিড়ম্বনা থেকে বাঁচবেন !

প্রকাশিত: ২০:৪৮, ৬ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
যেভাবে হোয়াটসঅ্যাপে অপরিচিত কলের বিড়ম্বনা থেকে বাঁচবেন !

ছবি: প্রতীকি

ম্যাসেজ আদান-প্রদানে ইন্সটেন্ট ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা তুঙ্গে। শুধু কি ম্যাসেজ, ভিডিও, ভয়েস কর্লিং সহ নানান ফিচারে গ্রাহকের হৃদয়ে জায়গা করে নিয়েছে অ্যাপটি। গ্রাহক ধরে রাখতে হোয়াটসঅ্যাপ বরাবরই নতুন ফিচার সংযুক্ত করে। এরই ধারাবাহিকতায়, নতুন আরো একটি ফিচার চালু করতে যাচ্ছে ম্যাসেজিং অ্যাপটি। 

হোয়াটস্যাপকে পর্যবেক্ষণকারী সাইট ওয়েবিটাইনফো বলছে, নতুন এই ফিচারের ফলে হোয়াটসঅ্যাপের সেটিংস মেন্যুতে ‘সাইলেন্স আননোন কালারস’ নামের একটি টগল চালু করা হতে পারে।  টগলটি চালু করে এ সুবিধা ব্যবহার করা যাবে। তবে ব্যবহারকারীরা চাইলে টগলটি বন্ধও করতে পারবেন।

এর ফলে অপরিচিত নাম্বার থেকে কল আসলে ব্রিবতকর পরিস্থিতি এড়াতে অপরিচিত ফোন নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল এলেও ফোনে রিং বাজবে না। ফলে একাধিকবার চেষ্টার পরও সাড়া না পাওয়ায় অপরিচিত নম্বর থেকে আসা কলের সংখ্যা কমে যাবে। ব্যবহারকারী চাইলে পরবর্তীতে যেকোনো সময় কল করা নম্বরের সঙ্গে যোগাযোগ করতে পারবে। তবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ।
 

বিভি/ এসআই

মন্তব্য করুন: