• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

যেভাবে হোয়াটসঅ্যাপে পাঠানো ম্যাসেজ এডিট করবেন!

প্রকাশিত: ১৪:৪১, ৩১ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
যেভাবে হোয়াটসঅ্যাপে পাঠানো ম্যাসেজ এডিট করবেন!

ছবি: সংগৃহীত

হোয়াটসঅ্যাপে নিত্য-নতুন ফিচার যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। সম্প্রতি ডেস্কটপে ভিডিও কলের ফিচার এনেছে মেটা মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি। যেখানে গ্রুপ কলে একসাথে চার জন এবং অডিও কলে ৩২ জনকে একসাথে হোস্ট করা যাবে। 

এবার পাঠানো ম্যাসেজকে এডিট করার ফিচার আনছে প্রতিষ্ঠানটি। আইওএস 23.6.0.74 আপডেটের জন্য সর্বশেষ হোয়াটসঅ্যাপ বিটা একটি নতুন ডেডিকেটেড অ্যালার্ট নিয়ে কাজ করছে।যাতে ব্যবহারকারীরা তাঁদের এডিট করা মেসেজ সফলভাবে প্রত্যেকের কাছে পাঠানো হলে জানতে পারবেন। এই হোয়াটসঅ্যাপ ফিচারটি ব্যবহারকারীদের যে কোনও ভুল দ্রুত এবং সহজে সংশোধন করার সুযোগ দেবে। 

হোয়াটসঅ্যাপ ট্রেকিং সাইট ওয়েবিটা ইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবহারকারীরা পাঠানোর ১৫ মিনিটের মধ্যে তাদের মেসেজ এডিট করতে পারবেন। এডিট করা মেসেজগুলি বাবল লেবেল দিয়ে মার্ক করা হবে। ঠিক'ফরওয়ার্ডড' ট্যাগের মতো।

এই হোয়াটসঅ্যাপ ফিচারটি শুধুমাত্র হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণে পাওয়া যাবে। যারা পুরনো সংস্করণ ব্যবহার করছেন তাঁরা এই ফিচারটি অ্যাপ আপডেট না করা পর্যন্ত পাবেন না। 
অ্যাপ আপডেট হলেই ফিচারটি অটোমেটিক চালু হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ এই ফিচারটি চালু করার জন্য তারিখ ঘোষণা করেনি।

বিভি/ এসআই

মন্তব্য করুন: