জানেন, মোবাইল ফোনের আবিষ্কারক কি ফোন ব্যবহার করেন?

ছবি: সেল ফোনের জনক মার্টিন কুপার
আমাদের দৈনন্দিন জীবনে স্মার্টফোনের ব্যবহার নিয়ে বলাই বাহুল্য। কাজের পরতে পরতে জড়িয়ে আছে ফোনের ব্যবহার। অঞ্চলভেদে এই ফোন ব্যবহারের ধরন একটু ভিন্ন। কোথাও স্মার্টফোন ব্যবহারকারী বেশি তো, কোথাও ফিচার ফোন। তবে, সব বয়সীদের জানার আগ্রহের জায়গা হলো সেল ফোনের জনক মার্টিন কুপার নিজে কোন ফোন ব্যবহার করেন।
সংবাদমাধ্যম AFP-র রিপোর্ট অনুযায়ী, প্রতি বছর তিনি লেটেস্ট আইফোন মডেল কেনেন এবং সেটিকে ‘কঠিন পরীক্ষা’-র মধ্যে নিয়ে যান। এই মুহূর্তে বাজারে লেটেস্ট আইফোন হলো আইফোন ১৪। মার্টিন কুপারের কাছেও রয়েছে সেই সিরিজ়ের ফোন। তবে তিনি সেই ফোনটিকে মূলত ‘মানুষের সঙ্গে কথা’ বলার জন্যই ব্যবহার করেন। তাছাড়া, ইমেল চেক করা থেকে শুরু করে ছবি বা ইউটিউব ভিডিও দেখার বিষয়গুলি তো আছেই।
মোটকথা, বাজারের আইফোনের সবশেষ ভার্সনটিই ব্যবহার করেন সেল ফোনের জনক।
বিভি/ এসআই
মন্তব্য করুন: