• NEWS PORTAL

  • রবিবার, ০২ নভেম্বর ২০২৫

কৃত্তিম বুদ্ধিমত্তার কোম্পানি খুললেন ইলন মাস্ক

প্রকাশিত: ১২:১০, ১৫ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
কৃত্তিম বুদ্ধিমত্তার কোম্পানি খুললেন ইলন মাস্ক

মাইক্রোসফটের পর এবার কৃত্তিম বুদ্ধিমত্তায় বড় বিনিয়োগ করলেন টেসলা প্রধান ইলন মাস্ক। সম্প্রতি তিনি এক্স.এআই নামে নতুন কোম্পানি তৈরি করেছেন। 

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে এক্স.এআই তার কোম্পানিটি খুলেছেন। কোম্পানিতে মাস্ক ডিরেক্টর হিসেবে রয়েছেন তার সাথে রয়েছেন তাঁর পারিবারিক ব্যবসা কার্যালয়ের ডিরেক্টর জ্যারেড বিরচালক, তিনি এই কোম্পানিতে কোম্পানিটি হিসাবে দায়িত্ব পালন করবেন। 

প্রযুক্তি বিষয়ক সাইট দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, ৯ মার্চ কোম্পানিটি চালু  করা হয়। বিজনেস ইনসাইডার বলছে, ইলন মাস্ক সম্প্রতি কয়েক হাজার গ্রাফিক প্রসেসিং ইউনিট (জিপিইউ) কিনেছেন। ধারণা করা হচ্ছে, এই জিপিইউগুলো কৃত্তিম বুদ্ধিমত্তা কোম্পানির জন্যই কেনা।

এর আগে, ২০১৫ সালে কৃত্তিম বুদ্ধিমত্তা কোম্পানি ওপেনএআই চালুর সময় মাস্ক কোম্পানিটির সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। পরে তিনি তার সিদ্ধান্ত থেকে সড়ে দাঁড়ান। 
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2