কৃত্তিম বুদ্ধিমত্তায় তৈরি ইলন মাস্কের ছোটবেলার ছবি ভাইরাল

এলন মাস্কের একটি ছবি ভাইরাল হয়েছে। যদিও ছবিটি তার নিজের নয়। আসলে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে। ইতিমধ্যে ছবিটি ২ মিলিয়নের বেশি ভিউ হয়েছে। ছবিটিতে লাইক পড়েছে পঁয়ত্রিশ হাজারেরও বেশি। কম সময়ের মধ্যই মন্তব্যের ঘর ভরে গেছে দর্শকের কমেন্টে।
ভিন্ন ভিন্ন মন্তব্যে বেশ সাড়া পড়েছে নেটিজেনদের মাঝে। একজন বলেছেন, এর ফেলে মঙ্গলগ্রহে যেতে প্রচুর সময় পেরেন মাস্ক। আরেক জন লিখেছেন, মাস্ক এবার ডিজনি কিনতে চাইবেন, অন্যজন লিখেছেন, মাস্ককে দত্তক নেওয়ার সময় এখন।
এমন মজাদার মন্তব্য চলছে নেট দুনিয়া জুড়ে। এই তালিকায় বাদ পড়েনি খোদ ইলন মাস্ক নিজেও। একটি শিশুর ইমোজি সহ তিনি লেখেন, "বন্ধুরা, আমি হয়তো জিনিসগুলিকে একটু বেশি দূরে নিয়ে গিয়েছি,"
বিভি/ এসআই
মন্তব্য করুন: