ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যাবে অ্যাপল ম্যাপস

অ্যাপল ম্যাপস ব্যবহার করতে হলে ফোনে ইন্টারনেট সংযোগ বাধ্যতামূলক। ফলে ডেটা প্যাক শেষ হলেও দুশ্চিন্তা করতে হবে না ব্যবহারকারীদের।
ইন্টারনেট ছাড়া অ্যাপল ম্যাপস ব্যবহারে কাজ শুরু করে দিয়েছে অ্যাপল। এই সুবিধা চালু হলে ইন্টারনেট ডেটা শেষ হয়ে গেলেও অ্যাপল ম্যাপসের মাধ্যমে পথের দিকনির্দেশনা পাওয়া যাবে। এ বছরের শেষ নাগাদ আইওএস ১৭ অপারেটিং সিস্টেমের সঙ্গে অফলাইনে অ্যাপল ম্যাপস ব্যবহারের সুবিধা চালু করা হবে বলে জানিয়েছে অ্যাপল।
ইন্টারনেট ছাড়া অ্যাপল ম্যাপস ব্যবহারের জন্য আগে থেকেই নির্দিষ্ট এলাকার ম্যাপ নামিয়ে রাখতে হবে। অর্থাৎ, এ সেবা ব্যবহারের জন্য আগেভাগে ওয়াই-ফাই সংযোগ ব্যবহার করে অ্যাপল ম্যাপস থেকে নির্দিষ্ট এলাকার মানচিত্র ফোনে সংরক্ষণ করে রাখতে হবে।
অ্যাপলের তথ্যমতে, অ্যাপল ম্যাপস থেকে একবার তথ্য নামানোর পর তা পরবর্তী সময়ে অফলাইনে দেখা যাবে। শুধু তা–ই নয়, নির্দিষ্ট এলাকার মানচিত্র নামানোর পর যেকোনো সময় আইফোনে ওয়াই-ফাই সংযোগ চালু করলে স্বয়ংক্রিয়ভাবে মানচিত্র হালনাগাদ হয়ে যাবে। ফলে সহজেই অ্যাপল ম্যাপসের মাধ্যমে গন্তব্যের দিকনির্দেশনা পাওয়া যাবে।
আইওএসের পাশাপাশি আইপ্যাডওএস, ম্যাকওএস এবং ওয়াচওএসেও ব্যবহার করা যায় অ্যাপল ম্যাপস। অ্যাপল ম্যাপসের প্রতিদ্বন্দ্বী গুগল ম্যাপসে ২০১৫ সাল থেকেই ইন্টারনেট ছাড়া পথের দিকনির্দেশনা জানা যায়। আর তাই দীর্ঘদিন ধরে ইন্টারনেট ছাড়া অ্যাপল ম্যাপস ব্যবহারের সুযোগ চালুর দাবি জানিয়ে আসছেন অ্যাপল পণ্য ব্যবহারকারীরা।
বিভি/ এসআই
মন্তব্য করুন: