• NEWS PORTAL

  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

নিজেদের প্রস্রাবই পানি হিসেবে পান করেন মহাকাশচারীরা! তবে, (ভিডিও)

প্রকাশিত: ১৭:০২, ২৫ জুন ২০২৩

আপডেট: ১৭:০৩, ২৫ জুন ২০২৩

ফন্ট সাইজ
নিজেদের প্রস্রাবই পানি হিসেবে পান করেন মহাকাশচারীরা! তবে, (ভিডিও)

কম-বেশি প্রতিটি মানুষের স্বপ্ন থাকে জীবনদশায় রকেটে করে মহাকাশে উড়ে যাওয়ার। মহাকাশ থেকে পৃথিবীকে দেখার। গ্রহ, নক্ষত্র, নীহারিকার রহস্যময় জগতকে চাক্ষুস করার।

কিন্তু মহাকাশচারী হওয়া আদৌ সহজ কাজ নয়, বরং পৃথিবীর অন্যতম কঠিন কাজগুলির মধ্যে একটি। কিন্তু জানেন কি মহাকাশচারীরা স্পেস স্টেশনে কীভাবে থাকেন? কতটা কষ্ট করে থাকতে হয় তাদের। স্পেস স্টেশন ও মহাকাশযানগুলিতে নির্দিষ্ট পরিমাণ জল নিয়ে যাওয়া হয়।

পান করার ও অন্য কাজে ব্যবহারের জন্য। তাই জলের অপচয় রুখতে বিশেষ ভাবে নির্মিত জলের পাউচ ব্যবহার করেন মহাকাশচারীরা। যে পাউচে চাপ দিলে ফিনকি দিয়ে জল বেরিয়ে আসে না, ফোঁটা ফোঁটা জল বেরিয়ে আসে।

ভিডিও লিংক: https://bangla.aajtak.in/technology-gadget/video/these-astronauts-drink-recycled-urine-to-stay-hydrated-byt-602961-2023-06-23

 

সুত্র: bangla.aajtak.in

বিভি/ এসআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2