• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নিউইয়র্কের রাস্তায় হাজার হাজার মানুষের বিক্ষোভ

প্রকাশিত: ১৪:২০, ১৮ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১৬:২৩, ১৮ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
নিউইয়র্কের রাস্তায় হাজার হাজার মানুষের বিক্ষোভ

জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের দাবিতে নিউইয়র্কে হাজার হাজার মানুষ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে সামনে রেখে নিউইয়র্কের প্রধান সড়কগুলোতে প্রায় ৭৫ হাজার বিক্ষোভকারী এ আন্দোলনে অংশ নেন।

প্রায় সাত শতাধিক পরিবেশবাদী সংগঠনের সদস্যরা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন থামাতে জরুরি পদক্ষেপ নিতে বিশ্ব নেতাদের কাছে দাবি জানান। এ বিক্ষোভ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মার্কিন কংগ্রেসউইম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিও কর্তেজ, হলিউড শিল্পী সুসান স্যারান্ডন, ইথান হক, এডওয়ার্ড নরটন, কেভিন ব্যাকনসহ অনেকে। 

আসন্ন ২০২৪ মার্কিন নির্বাচনে জিততে চাইলে প্রেসিডেন্ট জো বাইডেনকে নতুন করে তেল গ্যাসের প্রজেক্ট বন্ধ ও জলবায়ু পরিবর্তন ঠেকাতে আরও কঠোর পদক্ষেপ নেবার আহবান জানান বক্তারা। জাতিসংঘের সাধারণ অধিবেশনের পাশাপাশি নিউইয়র্কে জলবায়ু সপ্তাহ অনুষ্ঠিত হবে যেখানে জলবায়ু পরিবর্তন রোধে আলোচনা করতে বিভিন্ন দেশের রাজনৈতিক ও ব্যবসায়িক নেতারা অংশ নেবেন।

বিভি/এ.জেড

মন্তব্য করুন: