• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আল আযহার বিশ্ববিদ্যালয়ে পড়তে সাইকেলে চার হাজার কিলোমিটার পাড়ি

প্রকাশিত: ১৩:১৫, ২৫ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
আল আযহার বিশ্ববিদ্যালয়ে পড়তে সাইকেলে চার হাজার কিলোমিটার পাড়ি

পছন্দের বিশ্ববিদ্যালয়ে পড়তে ছয় দেশের মোট চার হাজার কিলোমিটার পাড়ি দিয়েছেন গিনির এক যুবক। অবশেষে চার মাস পর তিনি মিশরের আল আযহার বিশ্ববিদ্যালয়ে পৌছান। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫ সেপ্টেম্বর মিসরের কায়রো পৌঁছলে আল-আজহার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে শিক্ষাবৃত্তি প্রদান করে। ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন ও শাইখুল আজহারের উপদেষ্টা ড. নাহলা আল-সাইদি তাঁকে স্বাগত জানান এবং বিভিন্ন বই উপহার দেন। ড. নাহলা আল-সাইদি জানান, ‘আল-আজহার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিদেশি শিক্ষার্থীদের বৃত্তিসহ সব ধরনের সহয়তা করে। বিদেশি শিক্ষার্থীদের সহায়তা শুধু মিসরেই সীমাবদ্ধ নয়; বরং বিভিন্ন দেশে পড়াশোনা করা শিক্ষার্থীদেরও পর্যাপ্ত সহায়তা করা হয়।

তা ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়।’ গিনির এই শিক্ষার্থী বলেন, ‘নিজ দেশ থেকে এতগুলো দেশ পাড়ি দেওয়া অত্যন্ত কঠিন ছিল। কারণ ওই সময় সেখানকার পরিস্থিতি খুবই ঝুঁকিপূর্ণ ছিল। মানুষ খুবই ভীতসন্ত্রস্ত ও নিরাপত্তার অভাবে ভুগছিল। অনেকে আমার দিকে নানাভাবে তাকাচ্ছিল।

এমনকি আমি বুরকিনা ফাসো ও টোগোতে কোনো কারণ ছাড়াই তিনবার আটক হয়েছিলাম। আমার মনে হচ্ছিল, এখানেই আমার সব স্বপ্নের সমাপ্তি ঘটবে। তবে আমার সব দুঃখ ও কষ্ট ম্লান হয়ে গেছে, যখন আমি কায়রো অতঃপর আল-আজহারে এসে পৌঁছি। এখানকার পূর্ণ শিক্ষাবৃত্তি পেয়ে আমি কতুটুকু খুশি হয়েছি তা বলে বোঝাতে পারব না। আমি শাইখুল আজহার ড. আহমদ তাইয়েবসহ সংশ্লিষ্ট সবার প্রতি খুবই কৃতজ্ঞ।’
 

বিভি/ এসআই

মন্তব্য করুন: