ওয়াগনারের নতুন কমান্ডার নিয়োগ দিলেন পুতিন

ছবি: আন্দ্রেই ক্রোশেভ
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস বলছে, প্রিগোজিনের মৃত্যুর এক মাসের মাথায় ওয়াগনারের নতুন কমান্ডার নিয়োগ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
ওয়াগনারের নতুন প্রধানের নাম আন্দ্রেই ক্রোশেভ। প্রায় এক দশক ওয়াগনারের সিনিয়র কমান্ডার হিসেবে কাজ করেছেন আন্দ্রেই। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) আন্দ্রেই ত্রোশেভের সঙ্গে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট পুতিন। বৈঠকে পুতিন বলেছেন, ইউক্রেন ও অন্যান্য দেশে রুশ স্বেচ্ছাসেবক ইউনিটের নেতৃত্ব দেবেন ত্রোশেভ।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজন হিসেবেই পরিচিত ছিলেন ওয়াগনারপ্রধান প্রিগোজিন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে রাশিয়ার হয়ে যুদ্ধ করছিল ওয়াগনার সেনারা। এমনকি ইউক্রেনের বাখমুত শহর দখলে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে ওয়াগনার বাহিনী।
বিভি/ এসআই
মন্তব্য করুন: