• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পাকিস্তানের দিকে সব ধরনের গুলি চালানো বন্ধ করা হয়েছে: বিক্রম মিশ্রি

প্রকাশিত: ২০:০৩, ১০ মে ২০২৫

আপডেট: ২০:০৪, ১০ মে ২০২৫

ফন্ট সাইজ
পাকিস্তানের দিকে সব ধরনের গুলি চালানো বন্ধ করা হয়েছে: বিক্রম মিশ্রি

ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা দেওয়ার পরই যুদ্ধবিরতি কার্যকর করছে ভারত ও পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের ঘোষণার পর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিও একই কথা জানিয়েছেন। 

ভারত ঘোষণা করেছে যে স্থানীয় সময় আজ শনিবার বিকেল পাঁচটা থেকে স্থল, বিমান ও নৌ বাহিনী পাকিস্তানের দিকে সব ধরনের গুলি চালানো বন্ধ রাখছে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, ‘পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন্স ভারতীয় সময় তিনটা ৩৫ মিনিটে ভারতের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন্সকে ফোন করেছিলেন। তাদের দুজনের মধ্যে স্থির হয়েছে আজ ভারতীয় সময় বিকেল পাঁচটা থেকে দুই পক্ষই সব ধরনের গুলি-গোলা চালানো এবং স্থল, আকাশ ও জলপথে সামরিক কর্মকাণ্ড বন্ধ করবে।’

দুই দেশের পক্ষ থেকে দুই দিকেই এই সিদ্ধান্ত কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে। দুই ডিজিএমও আবার ১২ তারিখ, সোমবার দুপুর ১২টার সময়ে কথা বলবেন বলে জানান  মিশ্রি।

বিভি/এজেড

মন্তব্য করুন: