• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ভারতকে নিয়ে সুর নরম কানাডার, সুসম্পর্ক চান ট্রুডো

প্রকাশিত: ২৩:৫৪, ২৯ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
ভারতকে নিয়ে সুর নরম কানাডার, সুসম্পর্ক চান ট্রুডো

এবার ভারতকে নিয়ে সুর নরম করলো কানাডা। সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন- শত বিরোধ সত্ত্বেও নয়াদিল্লির সাথে সুসম্পর্ক চায় তার দেশ। 

বৃহস্পতিবার শিখ নেতা হারদীপ হত্যার বিষয়টি উঠে এসেছে যুক্তরাষ্ট্র-ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকেও। বিভিন্ন অভিযোগ-পাল্টা অভিযোগ থাকলেও ভারতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক চান জাস্টিন ট্রুডো। বৃহস্পতিবার মন্ট্রিলে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন কানাডার প্রধানমন্ত্রী। বলেন, বিশ্বব্যাপী ভারতের প্রভাব বিবেচনায় দেশটির সাথে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় অটোয়া। 

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কানাডার কৌশল বাস্তবায়নে নয়াদিল্লি গুরুত্বপূর্ণ অংশীদার বলেও মনে করেন ট্রুডো। তিনি বলেন, আইনের শাসন বাস্তবায়নে ভারতের সহযোগিতা চেয়েছি মাত্র। আমরা আশা করেছিলাম হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তে দিল্লি পূর্ণ সহযোগিতা করবে। কেবল এই বিষয়টিতেই জোর দিতে চেয়েছে কানাডা।
 
ভারত-যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকেও হারদীপ হত্যা ইস্যুটি সামনে নিয়ে আসার আহ্বান জানান কানাডার প্রধানমন্ত্রী। দাবি করেন, আইনের শাসন মেনে চলা অন্য সব দেশের মতো এক্ষেত্রে কানাডার পাশে আছে যুক্তরাষ্ট্রও।

ট্রুডোর এমন দাবির মাঝেই ওয়াশিংটনে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠক শেষে কথা বলেন সাংবাদিকদের সাথে। এতে ব্লিনকেন জানান, ফলপ্রসূ আলোচনা হয়েছে দু'পক্ষের। একাধিক সূত্রের দাবি, সদ্য সমাপ্ত জি-টোয়েন্টি সম্মেলন, জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের প্রসঙ্গ ছাপিয়ে ভারত-কানাডা কূটনৈতিক দ্বন্দ্বের বিষয়টিই গুরুত্ব পেয়েছে বৈঠকে। 

কেবল ব্লিনকেন নন, বৃহস্পতিবার মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সাথেও বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

গেল জুনে কানাডার ভ্যাঙ্কুভারে গুলিতে নিহত হন ‘খালিস্তান টাইগার ফোর্স'-এর প্রধান হারদীপ সিং নিজ্জার। মার্কিন গণমাধ্যমের দাবি, এ শিখ নেতাকে করা হয় ৩০টির বেশি গুলি। হত্যায় অংশ নেন ছয় মুখোশধারী। 

বিভি/এজেড

মন্তব্য করুন: