• NEWS PORTAL

  • বুধবার, ১৪ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইসরাইলি পরমাণু স্থাপনাকে আইএইএ`র সুরক্ষার আওতায় আনতে কাতারের আহ্বান

প্রকাশিত: ১৭:৩৬, ৩০ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১৭:৩৭, ৩০ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
ইসরাইলি পরমাণু স্থাপনাকে আইএইএ`র সুরক্ষার আওতায় আনতে কাতারের আহ্বান

ছবি: পার্স টুডে

ইহুদিবাদী ইসরাইলের পরমাণু স্থাপনাগুলোকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র সুরক্ষা বলয়ের ভেতরে আনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে কাতার। দখলদার ইসরাইল যখন পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্প্রদায়কে চরমভাবে তাচ্ছিল্য করে চলেছে তখন কাতার এই আহ্বান জানালো।

কাতার নিউজ এজেন্সি কিউএনএ গতকাল (শুক্রবার ২৯ সেপ্টেম্বর) জানিয়েছে, ভিয়েনায় আইএইএ'র বার্ষিক সাধারণ অধিবেশন চলার সময় দেশটির পরমাণু নিষিদ্ধকরণ সংস্থার প্রধান আব্দুল আজিজ সালমিন আল-জাবরি এই প্রস্তাব উত্থাপন করেন। একই সাথে তিনি ইহুদিবাদী ইসরাইলকে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে যোগ দেয়ার আহ্বান জানান।

আইআইএ'র বার্ষিক অধিবেশনটি অস্ট্রিয়ার রাজধানীর ভিয়েনায় চলছে। কাতারের এ কর্মকর্তা তার আহ্বান প্রসঙ্গে বলেন, এটি আন্তর্জাতিক আইন অনুসারে বৈধ দাবি যা অর্থ শতাব্দী আগে আন্তর্জাতিক সম্প্রদায় পাস করেছেন। এ সময় তিনি জাতিসংঘ সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাসহ বিভিন্ন সময় পাস হওয়া কয়েকটি প্রস্তাবের কথা উল্লেখ করেন।

কাতারি কর্মকর্তা বলেন, পরমাণু অস্ত্র মুক্ত মধ্যপ্রাচ্য গঠনের পূর্ব শর্ত হচ্ছে ইহুদিবাদী ইসরাইলকে আন্তর্জাতিক আইনের আওতায় আনা এবং তার পরমাণু কর্মসূচিকে জাতিসংঘের নজরদারিতে রাখা।

সুত্র: পার্সটুডে

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2