• NEWS PORTAL

  • রবিবার, ০৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

গাজা যুদ্ধে যোগ দেওয়ার ঘোষণা দিল ইরাকি প্রতিরোধ ফ্রন্ট; মার্কিন ঘাঁটিতে হামলা

প্রকাশিত: ২৩:১৪, ১৯ অক্টোবর ২০২৩

আপডেট: ২৩:১৫, ১৯ অক্টোবর ২০২৩

ফন্ট সাইজ
গাজা যুদ্ধে যোগ দেওয়ার ঘোষণা দিল ইরাকি প্রতিরোধ ফ্রন্ট; মার্কিন ঘাঁটিতে হামলা

ছবি: পার্সটুডে

সিরিয়া ও ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দায়িত্ব স্বীকার করেছে ইরাকের ইসলামি প্রতিরোধ ফ্রন্ট। আজ (বৃহ্স্পতিবার) সিরিয়ার আল তানাফ ও কুনিকো মার্কিন সেনা ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা হয়েছে।

গাজায় ইসরাইলি বর্বরতা এবং এই বর্বরতার প্রতি মার্কিন সমর্থনের প্রতিবাদে আমেরিকার সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে এই ফ্রন্ট। এর মধ্যদিয়ে তারা গাজা যুদ্ধে অংশগ্রহণ শুরু করলো বলেও দাবি করেছে।

ইরাকের ইসলামি প্রতিরোধ ফ্রন্ট আজ এক বিবৃতিতে বলেছে, তারা আজ তিনটি ড্রোনের সাহায্যে সিরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে আল-তানাফ ঘাঁটিতে হামলা চালিয়েছে। এটি সিরিয়ায় আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি।

এর আগে গতকাল ইরাকের প্রতিরোধ ফ্রন্ট ইরাকের আল-আনবার প্রদেশের আইন আল আসাদ সামরিক ঘাঁটি এবং উত্তরাঞ্চলীয় 'আল হারির' সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। এরপর তারা এক বিবৃতিতে দুই সামরিক ঘাঁটিতে হামলার দায়িত্ব স্বীকার করেছে।

ইরাকের ইসলামি প্রতিরোধ ফ্রন্ট কয়েক দিন ধরেই এই হুঁশিয়ারি দিয়ে আসছিল যে, গাজায় ইসরাইলি বর্বরতা বন্ধ না হলে তারাও এই যুদ্ধে নিজেদেরকে জড়াবে।

বিভি/ এসআই

মন্তব্য করুন: