• NEWS PORTAL

  • বুধবার, ০৮ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গাজায় ইসরায়েলের ২ ট্যাঙ্কসহ ৬ যুদ্ধযান ধ্বংস: বহু সেনা হতাহত

প্রকাশিত: ১২:৩৪, ১০ নভেম্বর ২০২৩

আপডেট: ১২:৩৭, ১০ নভেম্বর ২০২৩

ফন্ট সাইজ
গাজায় ইসরায়েলের ২ ট্যাঙ্কসহ ৬ যুদ্ধযান ধ্বংস: বহু সেনা হতাহত

ছবি: পার্স টুডে

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা জানিয়েছে, গাজার বিভিন্ন স্থানে ফিলিস্তিনিদের হামলায় ইসরাইলের ছয়টি সামরিক যান ধ্বংস হয়েছে। এর মধ্যে দু'টি ট্যাঙ্ক, তিনটি সাজোয়া যান ও একটি বুলডোজার রয়েছে।

সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাস্সামের বিবৃতিতে বলা হয়েছে, 'ইয়াসিন-১০৫' রকেট ব্যবহার করে সামরিক যানগুলো ধ্বংস করা হয়েছে। গাজার আত্তাউয়াম, আশ-শেইখ রেদোয়ান এবং আশ-শাতি শরণার্থী শিবিরের আশেপাশের এলাকায় নিখুঁতভাবে এসব যুদ্ধযানের ওপর আঘাত হানা নয়।

হামাসের ইজ্জাদ্দিন আল-কাস্সাম ব্রিগেড নিজেরাই 'ইয়াসিন-১০৫' নামের অত্যন্ত কার্যকর রকেট তৈরি করেছে। দুই মাথার এই রকেট ১০০ থেকে ১৫০ মিটার দূর থেকে আরপিজির সাহায্যে ছোড়া হয়।

এদিকে, গাজার 'হাজার আদ্দিক' এলাকায় ফিলিস্তিনি সংগ্রামীদের ব্যাপক হামলার শিকার হয়েছে ইসরাইলি পদাতিক সেনারা। সেখানে বেশ কয়েক জন ইসরাইলি সেনা হতাহত হয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ ফিলিস্তিনি সংগ্রামীরা খুব কাছ থেকে এসব সেনার ওপর মর্টার ও গুলি বর্ষণ করেছে। ইজ্জাদ্দিন আল কাস্সাম ব্রিগেড এসব তথ্য জানিয়েছে।

বিভি/ এসআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2