• NEWS PORTAL

  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

আগামী সপ্তাহে ইসরায়েলের যুদ্ধাপরাধ মামলার শুনানি

প্রকাশিত: ১৩:০৬, ৫ জানুয়ারি ২০২৪

আপডেট: ১৯:০৪, ৫ জানুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
আগামী সপ্তাহে ইসরায়েলের যুদ্ধাপরাধ মামলার শুনানি

হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা যুদ্ধাপরাধ মামলার শুনানি ১১ ও ১২ই জানুয়ারি অনুষ্ঠিত হবে। গতকাল আদালত এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

গত ২৯ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা ৮৪ পৃষ্ঠার অভিযোগ সম্বলিত মামলার আর্জি পেশ করে যাতে ইহুদিবাদী ইসরায়েলকে আন্তর্জাতিক আইনের আওতায় যুদ্ধাপরাধ সংঘটনের জন্য অপরাধী সাব্যস্ত করার আবেদন জানানো হয়েছে।

মামলার আর্জিতে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিস্তারিত বর্বরতা তুলে ধরেছে। ইসরায়েলের বিরুদ্ধে আইসিসিতে দক্ষিণ আফ্রিকার সর্বপ্রথম যুদ্ধাপরাধের মামলা দায়ের করলো।

এদিকে, ইসরাইল এখনো গাজায় গণহত্যার ব্যাপারে একরোখা মনোভাব দেখাচ্ছে এবং সেখানে আগ্রাসন ও মানবতাবিরোধী অপরাধ অব্যাহত রেখেছে। পাশাপাশি যুদ্ধাপরাধের এই মামলা চাপ সৃষ্টির মধ্য দিয়ে নস্যাৎ করে দেবে বলে হুমকি দিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার গতকাল বলেছেন, তারা গাজায় ইসরায়েলের কোনো যুদ্ধাপরাধ দেখছে না।

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2