• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

পলিটিকো পত্রিকার তথ্য

গাজা থেকে আংশিকভাবে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল: পলিটিকো

প্রকাশিত: ১৫:১৯, ৫ জানুয়ারি ২০২৪

আপডেট: ১৯:০২, ৫ জানুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
গাজা থেকে আংশিকভাবে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল: পলিটিকো

ছবি: পার্স টুডে

অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইহুদিবাদী ইসরায়েল আংশিকভাবে সেনা প্রত্যাহার করেছে বলে খবর দিয়েছে মার্কিন গণমাধ্যম পলিটিকো। পত্রিকাটি বলেছে, আমেরিকার কথা শুনে ইসরায়েল এই সিদ্ধান্ত নিয়েছে। ইসরায়েলের সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে ওয়াশিংটন যুদ্ধের তীব্রতা কমিয়ে আনার ইঙ্গিত বলে বিবেচনা করছে।

পলিটিকো বলছে, ওয়াশিংটন অনেক আগে থেকেই গাজা উপত্যকায় ইসরাইল হামলার তীব্রতা কমানোর জন্য আহ্বান জানিয়ে আসছিল। গত সপ্তাহের শেষের দিকে দখলদার ইসরাইলি বাহিনী জানিয়েছিল যে, তারা গাজা থেকে অন্তত ৫ ব্রিগেড সেনা প্রত্যাহারের পরিকল্পনা করছে।

ওয়াশিংটন মনে করছে, ইসরাইল শেষ পর্যন্ত গাজার ওপর ব্যাপক ভিত্তিক বোমা হামলা থেকে সরে আসতে যাচ্ছে এবং তারা হামাসের শীর্ষ পর্যায়ের নেতাদের হত্যার পরিকল্পনা বাস্তবায়নের কৌশল গ্রহণ করেছে।

বাইডেন প্রশাসনের একজন কর্মকর্তা পলিটিকোকে বলেছেন, ইসরাইলের এই সিদ্ধান্তে তারা খুশি তবে এটা আরো আগে হওয়া উচিত ছিল।

সুত্র: পার্সটুডে

বিভি/ এসআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2