• NEWS PORTAL

  • শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

ফ্লোরিডার মহাসড়কে ব্যক্তিগত বিমান বিধ্বস্ত, নিহত ২

প্রকাশিত: ২০:৪৯, ১১ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
ফ্লোরিডার মহাসড়কে ব্যক্তিগত বিমান বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মহাসড়কে শুক্রবার বিকেলে একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটিতে থাকা দুই আরোহী নিহত হয়েছেন। 

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, ইঞ্জিন বিকল হয়ে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সময় বিমানটিতে পাঁচজন আরোহী ছিলেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। পরে সেটি ছোট শহর নাপলসের পাশে মহাসড়কে ভেঙে পড়ে। 

দুই ইঞ্জিনের ছোট উড়োজাহাজটির নাপলস মিউনিসিপ্যাল বিমানবন্দরে নামার কথা ছিল। এর ঠিক আগে, পাইলট নিয়ন্ত্রণ কক্ষকে জানান, বিমানের একটি ইঞ্জিনও কাজ করছে না। তিনি জরুরি অবতরণের অনুমতি চান বলে জানান মার্কিন কর্তৃপক্ষ। জরুরি অবতরণের অনুরোধ পাওয়ার পর দ্রুত তা বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত সেটি আর নিরাপদে অবতরণ করতে পারেনি। বিমান ওহাইও স্টেট ইউনিভার্সিটি বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিলো। 

তবে এই দুর্ঘটনায় মহাসড়কে কোনো যানবাহন ক্ষতিগ্রস্ত হয়ে কি না, সেটা জানা যায়নি। দুর্ঘটনাটি নিয়ে তদন্ত করবে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ও জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2