• NEWS PORTAL

  • বুধবার, ০২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ন্যাটোতে যোগদানে আর কোনো বাধা নেই সুইডেনের

প্রকাশিত: ১৪:৪৩, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১৫:৪৩, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
ন্যাটোতে যোগদানে আর কোনো বাধা নেই সুইডেনের

ছবি: স্কাই নিউজ

সুইডেনের ন্যাটো জোটে যোগদানের বিষয়ে সম্মতি দিয়েছে হাঙ্গেরির পার্লামেন্ট। এতে সুইডেনের পশ্চিমাদের সামরিক জোটে ন্যাটোতে যোগদানে আর কোনো বাধা রইলো না।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) হাঙ্গেরির পার্লামেন্টে এ সংক্রান্ত ভোটাভুটিতে সুইডেনের ন্যাটোতে সদস্যপদের জন্য ১৮৮ জন আইনপ্রণেতা সমর্থন দেন। বিরোধীতা করেন ৬ জন। পরে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টার্সসন সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, এটি সুইডেনের জন্য একটি বিশেষ দিন। তার দেশ ইউরো-আটলান্টিক নিরাপত্তার দায়িত্ব কাঁধে নিতে প্রস্তুত।

আরও পড়ুন: ৯০ হাজার সেনা নিয়ে ন্যাটোর বিশাল সামরিক মহড়া

এদিকে, ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ হাঙ্গেরির পার্লামেন্টে অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। বলেছেন, সুইডেনের সদস্যপদ ন্যাটোকে আরো শক্তিশালী ও নিরাপদ করবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন  বলেছেন, সুইডেন ন্যাটো জোটে আসার পেছনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অস্থিতিশীল নীতি দায়ী। রাশিয়ার আগ্রাসনের ভয়ে ২০২২ সাল থেকে পশ্চিমাদের সামরিক জোটে যোগ দিতে তোড়জোড় শুরু করে সুইডেন। সূত্র: স্কাই নিউজ

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2