• NEWS PORTAL

  • রবিবার, ১৯ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গাজায় এয়ার ড্রপ ত্রাণ সহায়তা করবে যুক্তরাষ্ট্র: বাইডেন

প্রকাশিত: ০৯:৫৯, ২ মার্চ ২০২৪

আপডেট: ১০:০০, ২ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
গাজায় এয়ার ড্রপ ত্রাণ সহায়তা করবে যুক্তরাষ্ট্র: বাইডেন

রয়টার্সের খবরে বলা হয়েছে, গাজার বাসিন্দাদের জন্য সামরিক উড়োজাহাজ থেকে খাদ্য সরবরাহ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার (১ মার্চ)  গাজার দক্ষিণাঞ্চলে মানবিক ত্রাণ সহায়তা পেতে অপেক্ষমান ব্যক্তিদের  ওপর ইসরায়েলি হামলার পর এই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। 

রয়টার্স বলছে, বাইডেন গাজায় আগামী দিনে এয়ার ড্রপ ত্রাণ সহায়তা পৌঁছানোর ঘোষণা দিয়েছেন তবে তিনি কোনো সময়ের উল্লেখ করেননি। ইতোমধ্যেই উপত্যকাটিতে জর্ডান এবং ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশ এয়ার ড্রপের মাধ্যমে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন বলেছেন, গাজায় চলমান সাহায্য অপ্রতুল। আমাদের আরো সাহায্য করতে হবে।

হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি এই এয়ার ড্রপ ত্রাণ সহায়তার বিষয়ে জোর দিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেছেন আমাদের এই পরিকল্পনা একটা টেকসই প্রচেষ্টা হবে বলে আমি আশা করি। 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2