• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

সোমালিয়ার জলদস্যুদের কাছ থেকে ১৭ ক্রুসহ জাহাজ উদ্ধার করলো ভারতীয় নৌবাহিনী

প্রকাশিত: ১২:১৬, ১৭ মার্চ ২০২৪

আপডেট: ১৩:৪৬, ১৭ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
সোমালিয়ার জলদস্যুদের কাছ থেকে ১৭ ক্রুসহ জাহাজ উদ্ধার করলো ভারতীয় নৌবাহিনী

সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে ১৭ ক্রুসহ মাল্টার পণ্যবাহী একটি জাহাজকে উদ্ধার করেছে ভারতের নৌবাহিনী। গ্রেফতার করা হয়েছে ৩৫ জলদস্যুকে।

ভারতের নৌ বাহিনীর 'এক্স' একাউন্ট 'স্পোকসপার্সন নেভি' থেকে জানানো হয়েছে, উদ্ধার করা ১৭ ক্রু অক্ষত আছেন। ৪০ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান সফল হয়েছে। কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই ১৬ মার্চ সন্ধ্যায় মাল্টার জাহাজ 'রুয়েন' উদ্ধার করে নৌ সেনারা।

আরও পড়ুন: জিম্মি নাবিকদের কেবিন থেকে সরিয়ে কখনো ডেকে রাখছে দস্যুরা

ভারতের সমুদ্র উপকূল থেকে এক হাজার চারশো নটিক্যাল মাইল দূরবর্তী এলাকায় চালানো এই অভিযানে আইএনএস কোলকাতা, আইএনএস শুভাদ্রা, ড্রোন, টহল হেলিকপ্টার অংশ নেয়। জলদস্যুদের নিয়ন্ত্রণ নেওয়া রুয়েনকে উদ্ধারের জন্য শুক্রবার থেকেই পিছু নেয় আইএনএস কোলকাতা। পরে সাহায্যকারী দল যোগ দিলে শুরু হয় অভিযান। 

আরও পড়ুন: জাহাজ ডাকাতি করা সোমালিয়ান জলদস্যুদের আটকালো ভারতীয় নৌবাহিনী

২০২৩ সালে ১৪ ডিসেম্বর সোমালিয় জলদস্যুরা মাল্টার এই জাহাজটি অপহরণ করেছিলো। এই জাহাজটিকে ব্যবহার করেই সমুদ্রপথে অন্য পণ্যবাহী জাহাজ অপহরণের চেষ্টা করেছে জলদস্যুরা। 

বিভি/রিসি

মন্তব্য করুন: