• NEWS PORTAL

  • বুধবার, ০৮ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইসরাইলি হামলায় অন্তত ১৫ ফিলিস্তিনি নিহত

প্রকাশিত: ১২:১৮, ২৭ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
ইসরাইলি হামলায় অন্তত ১৫ ফিলিস্তিনি নিহত

গাজার খান ইউনিসের নুসেইরাত শরণার্থী শিবির এবং রাফায় হামলা চালিয়ে অন্তত ১৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। এরমধ্যে নারী ও শিশু রয়েছে। এ নিয়ে গাজায় হত্যার শিকার ফিলিস্তিনির সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৩৪ হাজার।

ইসরাইলি বাহিনী হামাসের বিরুদ্ধে অভিযান চালাতে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার দিকে অগ্রসর হচ্ছে। শহরটিতে প্রতিদিনই একের পর এক হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। সেখানে স্থল অভিযান মানবিক বিপর্যয়ের সৃষ্টি করবে বলে সতর্ক করে আসছে বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলো। তবে এসব সতর্কবার্তা শুনছে না নেতানিয়াহু সরকার। আতঙ্কে রাফা ছেড়ে দেইর আল বালাহ শহরে যাচ্ছে লাখো ফিলিস্তিনি। 

এদিকে, নাসের হাসপাতালের পাশের গণকবরে তল্লাশি কার্যক্রম শেষ করেছে গাজা কর্তৃপক্ষ। এখন তারা সঠিক তদন্তের মাধ্যমে ইসরাইলি যুদ্ধাপরাধের বিচার আশা করছেন। অন্যদিকে, লোহিত সাগরে যুক্তরাজ্যের একটি তেলবাহী জাহাজে মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে জাহাজটিতে সামান্য ক্ষতি হয়েছে বলে দাবি মার্কিন সেন্ট্রাল কমান্ডের।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2